খেলা বিভাগে ফিরে যান

দু-দিনে শেষ কেপটাউন টেস্ট, ৭ উইকেটে জিতে সিরিজ ১-১ করল ভারত

January 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কেপটাউনে যেন বোলিং ঝড় চলছে! প্রথমদিনে ২৩ উইকেট হারায় দুই দলই। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় দক্ষিণ আফ্রিকা। একমাত্র মার্ক্রমের সেঞ্চুরি বাদে কেউই দাঁড়াতে পারেনি ভারতীয় বোলারদের সামনে। মার্ক্রম করেন ১০৬ রান। ভারতের হয়ে ৬টি উইকেট নেন বুমরাহ। ২টি উইকেট নেন মুকেশ কুমার ও একটি করে উইকেট নেন সিরাজ ও কৃষ্ণ। ১৭৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জিততে হলে ভারত কে করতে হবে ৭৯ রান।

৭৯ রান তাড়া করতে নেমে দ্রুত গতিতে রান তোলা শুরু করে যশস্বী। ৬টি বাউন্ডারি সহ ২৩ বলে ২৮ রান করে আউট হন যশস্বী। বার্জার উইকেট নেন যশস্বীর। শুভমন গিল ১০ রান করে আউট হন রাবাডার বলে। জ্যানসেনের বলে আউট হন বিরাট। বিরাট কোহলি করেন ১২ রান। শেষ পর্যন্ত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮০ রান তুলে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ক্রিজে ছিলেন রোহিত শর্মা (১৭*) ও শ্রেয়াস আইয়ার( ৪*)। এই ম্যাচ জিতে সিরিজ ১-১ করল টিম ইন্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৫৫/১০ এবং ১৭৬/১০

ভারত: ১৫৩/১০ এবং ৮০/৩

TwitterFacebookWhatsAppEmailShare

#SA, #India, #test match

আরো দেখুন