দেশ বিভাগে ফিরে যান

নির্বাচনী ট্রাস্টগুলির অনুদানের সিংহভাগ গিয়েছে BJP-র ভাঁড়ারে?

January 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বিগত অর্থ বছরে অর্থাৎ ২০২২-২৩ সালে নির্বাচনী ট্রাস্টগুলির মাধ্যমে রাজনৈতিক দলগুলি যে অনুদান পেয়েছে, তার ৭০ শতাংশেরও বেশি গিয়েছে বিজেপির ঘরে। এমনই দাবি করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস। অনুদানের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত রাষ্ট্র সমিতি। তাদের কোষাগারে গিয়েছে অনুদানের প্রায় ২৫ শতাংশ। প্রসঙ্গত, কর্পোরেট ও ব্যবসায়িক সংস্থাগুলির অনুদান যাতে, স্বচ্ছতার সঙ্গে রাজনৈতিক দলগুলির কাছে পৌঁছয়; সে’জন্যই নির্বাচনী ট্রাস্টের নামে অলাভজনক প্রতিষ্ঠান হয়েছে।

এডিআরের রিপোর্ট বলছে, ২০২২-২৩ সালে নির্বাচনী ট্রাস্টগুলি ৩৯টি কর্পোরেট ও ব্যবসায়িক সংস্থার থেকে মোট ৩৬৩ কোটি টাকা পেয়েছে। ৩৪টি সংস্থার থেকে ৩৬০ কোটি টাকার বেশি পেয়েছে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট। একটি সংস্থা সমাজ ইলেক্টোরাল ট্রাস্টকে দু’কোটি টাকা দিয়েছে। পরিবর্তন ইলেক্টোরাল ট্রাস্টকে ৭৫ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েছে দুই সংস্থা। অন্য দু’টি সংস্থা ট্রায়াম্ফ ইলেক্টোরাল ট্রাস্টকে ৫০ লক্ষ টাকা দিয়েছে। নির্বাচনী ট্রাস্টগুলির থেকে রাজনৈতিক দলগুলি যে অনুদান পেয়েছে, তার ২৫৯.০৮ কোটি টাকা ঢুকেছে বিজেপির ঘরে। মোট অনুদানের ৭০.৬৯ শতাংশই বিজেপির কোষাগারে। কেবল প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্টই বিজেপিকে ২৫৬.২৫ কোটি টাকা দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #bjp, #Election, #Chief Election Commissioner Of India, #Electoral Trust

আরো দেখুন