কলকাতা বিভাগে ফিরে যান

বইমেলায় সাইবার প্রতারণা নিয়ে নাগরিকদের সচেতন করতে অভিনব উদ্যোগ পুলিশের

January 19, 2024 | < 1 min read

বইমেলায় সাইবার প্রতারণা নিয়ে নাগরিকদের সচেতন করতে অভিনব উদ্যোগ পুলিশের, ছবি সৌজন্যে: Alamy

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সাধারণ মানুষের অসচেতনতার সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা টাকা তুলে নিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। বিশেষত মহিলা এবং প্রবীণদের নিশানা করছে ওই অপরাধীরা। প্রতিনিয়ত নিত্যনতুন কায়দা অবলম্বন করছে প্রতারকরা।

কলকাতা পুলিসের তথ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে শুধুমাত্র টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগ হয় গড়ে ছ’টির মতো। পার্সেল পাঠানোর নামে জালিয়াতির অভিযোগ জমা পড়ছে দিনে চারটি। এইসব আটকাতে সচেতনতা প্রচারে নয়া পন্থা নিচ্ছে লালবাজার। এবার হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রাঙ্গণকে।

প্রতিবছরই বইমেলায় স্টল করে কলকাতা পুলিস। ট্রাফিক, গোয়েন্দা বিভাগ ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম স্টলে প্রদর্শনী হয়। চারবছর ধরে সাইবার সচেতনতা প্রচারও শুরু করেছে পুলিস। আগে লিফলেট বিলি হতো। তবে অনেকে সে লিফলেট মেলামাঠেই ফেলে চলে যেতেন। লালবাজার জানিয়েছে, স্টিকার ঘরের দেওয়ালে, আলমারি কিংবা দরজায় সেঁটে রাখা যাবে। এর ফলে সবসময় স্টিকারের লেখা চোখের সামনে থাকবে।

কলকাতা পুলিসের এক কর্তা বলেন, স্টিকারের বিষয়বস্তুতে লেখা থাকবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তথ্য। যেমন, ১, ঘরে বসে কোনও অ্যাপের মাধ্যমে অর্থ রোজগারের প্রলোভনে পা দেবেন না। ২, ব্যাঙ্ক আধিকারিকের নাম করে কেউ ফোন করলে তাঁকে গুরুত্বপূর্ণ তথ্য কোনওভাবেই জানাবেন না। ৩, অচেনা নম্বর থেকে ভিডিও কল এলে তা কখনই ধরবেন না। ৪, অসুরক্ষিত ওয়েবসাইট থেকে ফোনে কোনও আ্যাপ ইনস্টল করবেন না ইত্যাদি। এ ধরনের তথ্য সবসময় চোখের সামনে থাকলে মানুষ সচেতন থাকতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#kolkata book fair 2024, #Kolkata Police, #CYBER CRIME, #cyber crimes

আরো দেখুন