খেলা বিভাগে ফিরে যান

দূরন্ত ওলি পোপ! দেশের মাটিতে সিরিজের প্রথম টেস্টে হার রোহিতদের

January 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চার দিনেই ফয়সালা হয়ে গেল। ঘরের মাঠে লজ্জার হার ভারতের। সিরিজের প্রথম টেস্ট জিতে এগিয়ে গেল ইংল্যান্ড। নিজামের শহরে বেন স্টোকসরা জিতলেন ২৮ রানে। ওলি পোপের ১৯৬ রানের ইনিংসই কিস্তিমাত করল। ১৬৩ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর ইংল্যান্ডকে ম্যাচে ফেরান পোপ। ১৯৬ রানের ইনিংস খেলেন ২৭৮ বলে, ইনিংস সাজানো ছিল ২১টি চারে।

প্রথম ইনিংসে ভারত করে ৪৩৬ রান। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট হয় যায়। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪২০ রানে শেষ হয়েছে ব্রিটিশদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ভারতের বোলারদের মধ্যে বুমরা চার ও অশ্বিন তিন উইকেট নিয়েছেন। ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল ২৩১ রান। কিন্তু রান তাড়া করতে নেমে কার্যত ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। রোহিতের ৩৯, শ্রীকর ভরত ও রবিচন্দ্রন অশ্বিনের দু’জনেরই ২৮ রান ছাড়া আর বিশেষ কেউই ছাপ ফেলতে পারেননি। একাই ৭ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে জেতালেন টম হার্টলি। কার্যত ঘূর্ণির গোলকধাঁধায় ফাঁসলেন রোহিতরা। টম হার্টলি, জো রুট আর জ্যাক লিচের স্পিনের মুখে ভারতের ব্যাটাররা দাঁড়াতে পারলেন না। পাঁচ টেস্টের সিরিজে এগিয়ে গেল স্টোকসরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #England, #test match

আরো দেখুন