← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যে শীত কি বিদায় নিল? কী বলছে আবহাওয়া দপ্তর?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি থাকবে।
দুই বঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দিনভর মেঘলা আকাশ থাকবে। আগামীকাল ও শুক্রবার বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতাতেও মাঝারি বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামিকাল, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলায়। শুক্রবারে দার্জিলিঙে হালকা তুষারপাত হতে পারে ও কালিম্পং-এ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।