উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

কার্শিয়াংয়ের দলীয় বিধায়ককে বহিস্কার করতে পারে বিজেপি

February 2, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাহাড়ে বিজেপির অন্দরে ভূমিপুত্র-বিতর্ক উস্কে দিয়েছেন খোদ দলীয় বিধায়ক! দলীয় নেতৃত্বের উদ্দেশে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা হুঁশিয়ারি দিয়েছেন, এ বার দার্জিলিং লোকসভা আসনে বাইরের কোনও মুখকে ভোটে লড়তে দেওয়া যাবে না। প্রার্থী করতে হবে ভূমিপুত্রকেই!

এই বিষয়ে এতটাই জলঘোলা হয়েছে যে, এবার বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মাকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নিতে পারে বিজেপি। এমনই ইঙ্গিত মিলেছে বিজেপি’র শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির মুখপাত্র সঞ্জীব শিকদারের কথায়। আবার দলের মুখপাত্রের বিরুদ্ধে পাল্টা ক্ষোভ প্রকাশ করেছেন কার্শিয়াংয়ের বিধায়ক।

সঞ্জীববাবু বলেন, বিষ্ণুপ্রসাদ শর্মার বিষয়ে সময় হলে দল পদক্ষেপ করবে। ওঁর কিছু মন্তব্য দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব নজরে রাখছে। দলের নিজস্ব নিয়মশৃঙ্খলা রয়েছে। কে প্রার্থী হবেন, তা এখনও বলার জায়গায় আসেনি। দলের কেন্দ্র-রাজ্য নেতৃত্ব প্রার্থী ঠিক করে। দল যাঁকে প্রতীক দেবে সেই প্রার্থীকেই মেনে নিতে হবে। অনেক বড়বড় নেতা বিজেপিতে ছিলেন। দল বিরোধী কাজ করায় দল তাঁদের বহিষ্কার করেছে। বিষ্ণুপ্রসাদবাবু সাধারণ একজন বিধায়ক।

আবার সঞ্জীববাবুর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ করার দাবি তুলেছেন বিষ্ণুপ্রসাদ। তিনি বলেন, ভোকাল ফর লোকাল স্লোগানের কথা বলেন স্বয়ং প্রধানমন্ত্রী। আমি প্রধানমন্ত্রীর বলে দেওয়া পথেই হাঁটছি। যিনি এ ধরনের কথা বলছেন দলের উচিত তাঁর বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #Kurseong, #bishnu prasad sharma

আরো দেখুন