বুমরার দাপটে ২৫৩ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস, দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে বুমরার দাপটে ব্যাকফুটে ইংল্যান্ড। ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয়ে গিয়েছে ২৫৩ রানে। বুমরা একাই পান ৪৫ রানে ছয় উইকেট। ভারতের দ্রুততম বোলার হিসেবে টেস্টে দেড়শ উইকেট নিলেন তিনি। তিন উইকেট নেন কুলদীপ যাদব। প্রথম টেস্টে দলে ছিলেন না তিনি। রবীন্দ্র জাডেজা চোটের কারণে বাদ পড়ায় দলে জায়গা করে নেন কুলদীপ। অক্ষর পটেল একটি উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে ২৮ রান সংগ্রহ করেছে। ১৭ বলে ১৫ রান করেছেন যশস্বী। মেরেছেন ৩টি চার। ১৩ বলে ১৩ রান করেছেন রোহিত।
প্রথমে ব্যাট করে ৩৯৬ রান করে ভারত। যশস্বী করেন ২০৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট দ্রুত রান তুলছিলেন। বাংলার মুকেশ কুমার ২ ওভারে ২২ রান দেন। অন্য বোলারদেরও সমস্যায় ফেলে দিয়েছিলেন দুই ইংরেজ ওপেনার। সেই জুটি ভাঙেন কুলদীপ যাদব। তিনি তুলে নেন ডাকেটের (২১) উইকেট।