দেশ বিভাগে ফিরে যান

১৬ ফেব্রুয়ারি জোড়া বন্‌ধ, লোকসভা ভোটের আগে অস্বস্তিতে মোদী সরকার?

February 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোটের প্রাক্কালে আন্দোলনকারী কৃষকরা কার্যত মরিয়া হয়ে উঠেছে মোদী সরকারকে বেকায়দায় ফেলতে। সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলিও কৃষকদের সঙ্গে জোট বেঁধেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী ১৬ ফেব্রুয়ারি গ্রামীণ বন্‌ধের সঙ্গে সঙ্গে ‘ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক’ও হবে গোটা দেশে।

কৃষক সংগঠনগুলির দাবি, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। শ্রমিক সংগঠনগুলির দাবি, কেন্দ্রের চার শ্রম কোড বাতিল করতে হবে। কলকারখানাগুলিতে শ্রমিক-কর্মচারীরা ১৬ ফেব্রুয়ারি কোনও কাজ করবেন না বলেই হুঁশিয়ারি দিচ্ছেন আন্দোলনকারীরা। সংযুক্ত কিষান মোর্চা ও শ্রমিক সংগঠনের সর্বভারতীয় প্রতিনিধিরা মোদী সরকার বিরোধী লিফলেট বাড়ি বাড়ি বিলি করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#industrial strike, #gramin strike, #Strike, #workers, #farmers, #modi govt

আরো দেখুন