রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের, কারা এলেন? কারা গেলেন?

February 11, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলা থেকে খালি হচ্ছে পাঁচ রাজ্যসভা আসন। চার আসনে তৃণমূলের জয় নিশ্চিত। আজ, রবিবার চার প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল। দলের এক্স হ্যান্ডেলে প্রার্থীদের নাম জানানো হয়েছে। রাজ্যসভার তিন জন বিদায়ী সাংসদকে আর টিকিট দিচ্ছে না তৃণমূল। শুধুমাত্র নাদিমুল হককেই আবারও প্রার্থিতালিকায় রাখা হয়েছে। অন্য তিন প্রার্থী হলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন সাংসদ মতুয়াদের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর এবং সাংবাদিক সাগরিকা ঘোষ।

দক্ষিণ ২৪ পরগনা জেলা (সদর) তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী, আবীররঞ্জন বিশ্বাস এবং চিকিৎসক শান্তনু সেনকে আর রাজ্যসভায় পাঠালো না তৃণমূল।

কংগ্রেস ছেড়ে ২০২১ সালে সুস্মিতা দেব তৃণমূলে আসেন। তিনি তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন। গত বছর তাঁর আসনে মেয়াদ শেষ হলে, সুস্মিতাকে আর রাজ্যসভায় পাঠাননি মমতা। এবার ফের তিনি রাজ্যসভায় যাচ্ছেন। মমতাবালা মতুয়া সঙ্ঘের অন্যতম প্রধান। তিনি এর আগে লোকসভার সদস্য ছিলেন।সাংবাদিক সাগরিকা ঘোষ, জাতীয় সংবাদমাধ্যমে পরিচিত মুখ। সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের স্ত্রী তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #politics, #Rajyasabha, #candidates

আরো দেখুন