খেলা বিভাগে ফিরে যান

ISL: আবার পরাজয়! মুম্বইয়ের কাছে হেরে ১০-এ ইস্টবেঙ্গল

February 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক , দৃষ্টিভঙ্গি: ফের হার ইস্টবেঙ্গলের, লাগাতার দুই ম্যাচ হেরে আইএসএল যেন আরও কঠিন হয়ে পড়ল লাল-হলুদের জন্য। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হারের মুখ দেখলেন নন্দকুমাররা। আইএসএলের পয়েন্ট তালিকার ১০ নম্বরেই রয়ে গেল মশালবাহিনী।

প্রথমার্ধে ইকার গুয়ারোৎসেনার গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। ম্যাচের ২৪ মিনিটে নোগুয়েরার বাড়ানো বলে সুযোগের সদ্ব্যবহার করেন ইকার। বল জালে জড়িয়ে দেন। এদিন প্রথম থেকেই খেলার রাশ নিজেদের হাতে রেখেছিল মুম্বই। এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষে সাজঘরে ফেরে মুম্বই।

প্রথমার্ধে মুম্বই আগ্রাসী মেজাজে খেললেও, দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ফেরার চেষ্টা করে ইস্টবেঙ্গল। ম্যাচের ৫৫ মিনিটে মহেশ-ফিলিসির যুগলবন্দিতেও গোলের মুখ খোলেনি। ৬০ মিনিটের মাথায় নন্দকুমার ও ভিক্টরকে মাঠে নামান কুয়াদ্রাত। নন্দকুমার কয়েকবার আক্রমণে যান কিন্তু বল প্রতিপক্ষের জালে জড়াতে পারেননি। নির্ধারিত সময়ের খেলা শেষ হলে, অতিরিক্ত সাত মিনিট বরাদ্দ করেন রেফারি। ম্যাচের একমাত্র গোলটি করেন মুম্বইয়ের ইকার। ঘরের মাঠে ০-১ গোলে পরাজিত হল ইস্টবেঙ্গল। পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এল মুম্বই।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal, #Football, #ISL, #Mumbai

আরো দেখুন