বিবিধ বিভাগে ফিরে যান

স্যার বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়

February 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঙালিকে আত্মনির্ভর হওয়ার মন্ত্র শিখিয়েছিলেন স্যার বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এ দেশের ইস্পাত শিল্পের প্রথম রূপকার তিনি। প্রখ্যাত শিল্পপতি স্যার বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন বিশিষ্ট শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পুত্র। তাঁর মা ছিলেন লেডি যাদুমতী। আজ তাঁর জন্মদিন।

১৯৪৬ সালে মার্টিন-বার্ন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হন বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। স্টিল কর্পোরেশন অব বেঙ্গলের সভাপতি হন। বার্নপুরে ইণ্ডিয়ান আয়রন অ্যাণ্ড স্টিল কোম্পানির প্রতিষ্ঠা করেন বীরেন্দ্রনাথ। বিশ্ব ব্যাংকের সহযোগিতায় তিনিই দেশে প্রথম বৈদেশিক মুদ্রায় ভারী শিল্পের প্রসার ঘটান। ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্পের ব্যাপক বিস্তার ঘটে তাঁর আমলে। ১৯৪২-এ বীরেন্দ্রনাথ স্যার উপাধি পান। তিনিই ‘স্যার’ উপাধিপ্রাপ্ত শেষ বাঙালি।

TwitterFacebookWhatsAppEmailShare

#IISCO, #birth anniversary, #Birendranath Mukherjee

আরো দেখুন