বিবিধ বিভাগে ফিরে যান

সরস্বতী পুজো মানেই হলুদ পোশাক, কেন জানেন?

February 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঋতুরাজ বসন্তকে প্রতীকায়িত করে একটি বিশেষ রঙ। বাসন্তী-হলুদ। এই রংয়ের আধ্যাত্মিক তাৎপর্য ভারতীয় পরম্পরায় বিপুল।

সরস্বতী পূজার তিথিটির নাম ‘বসন্ত পঞ্চমী’। ধরা হয়, এই দিন থেকে বসন্ত ঋতুর সূচনা হল। বাসন্তী রং সূর্যালোকের প্রতীক। শীতের অপ্রভ রৌদ্র দূর হয়ে এবার শুরু হল উজ্জ্বল রোদের দিন। এই কারণে বসন্তের প্রথম দিনটিতে এই রংয়ের পোশাক পরেন ভারতীয়রা।

কেবল হিন্দু ঐতিহ্যে নয়, সুফি পরম্পরাও স্বীকৃতি দেয় বাসন্তী-হলুদের মহিমাকে। আমির খসরুর অগণিত গানে বাসন্তী রঙয়ের প্রসঙ্গ এসেছে। এমনকী, স্বাধীনতা সংগ্রামের সেই সব দামাল দিনগুলোয় খসরু আর বাসন্তীকে একাকার করে দিয়েছিলেন বিপ্লবী রামপ্রসাদ বিসমিল আর আপশাকউল্লাহ খান। পরে সেই গান উঠে এসেছিল ভগৎ সিংহের কণ্ঠেও। বাসন্তী তাই দুর্মর আকাঙ্ক্ষার প্রতীক, বাঁধ ভাঙা আবেগের প্রতীক।

কিন্তু এর বাইরেও বাসন্তী-হলুদ রঙটিকে নিয়ে কথা বলে ভারতীয় বাস্তুশাস্ত্র। ভারতীয় বাস্তু মতে—

  • বাসন্তী রঙ নতুন আরম্ভের কথা ব্যক্ত করে। যে কোনও শুভকাজে এই রঙয়ের পোশাক পরা ইতিবাচক ফল দেয়
  • সূর্যের প্রতীক বাসন্তী-হলুদ পরিধানকারীকে শক্তি জোগায়
  • বাসন্তী রঙয়ের পোশাক আশার সঞ্চার করে
  • বাসন্তী রঙ স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে। অবশ্যই এই প্রভাব ইতিবাচক
TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Bengal, #SaraswatiPujo, #clothes, #dress, #yellow

আরো দেখুন