← রাজ্য বিভাগে ফিরে যান
Election Commission: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিটি জেলাকে দৈনন্দিন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কমিশনের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার রাজ্যের সব জেলাশাসকের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব। এই বৈঠকে সামগ্রিক ভোট পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি আইনশৃঙ্খলার বিষয়টিও উঠে আসে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিটি জেলাকে দৈনন্দিন রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। রিপোর্টগুলি জমা পড়বে দিল্লিতে কমিশনের দপ্তরে।
সূত্রের খবর, সন্দেশখালির ঘটনা যে কমিশন ভালোভাবে নিচ্ছে না, সেটা এদিন উত্তর ২৪ পরগনার জেলাশাসকে কার্যত বুঝিয়েই দিয়েছেন সিইও। এরপর, ২৪ ফেব্রুয়ারি জেলাশাসক, পুলিস কমিশনার ও পুলিস সুপারদের নিয়ে সশরীরে বৈঠক করবেন তিনি। মার্চের শুরুতে রাজ্যে পা রাখবে কমিশনের ফুল বেঞ্চ। তার আগে, ২৪ তারিখের ওই বৈঠকে রাজ্য প্রশাসনের কর্তাদের কাছ থেকে ভোট প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় তথ্য নেবে সিইও দপ্তর।