খেলা বিভাগে ফিরে যান

IND vs ENG 3rd Test: যশস্বীর শতরান এবং সিরাজ ঝড়ে তৃতীয় দিনের শেষে ৩২২ রানে এগিয়ে ভারত

February 17, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৯৬ রান তুলেছে ভারত। ফলে ৩২২ রানে লিড নিচ্ছে রোহিত শর্মার দল। দিনের শেষে গিল ৬৫ ও কুলদীপ ৩ রানে অপরাজিত রয়েছেন।

বিশাখাপত্তনমের পর রাজকোটেও ঝড় তুললেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে দ্বিশতরান করেছিলেন যশস্বী। কিন্তু তার পরের দুই ইনিংসে রান করতে পারেননি। রাজকোটে প্রথম ইনিংসে স্লিপে খোঁচা গিয়ে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসে সেই ভুলটা করলেন না যশস্বী। রোহিত শর্মা রান করতে না পারায় ইনিংস ধরার দরকার ছিল। শুরুতে সেই কাজটা করলেন তিনি। মাত্র ১২২ বলে হল ১০০ রান। ৪৪ ওভারের শেষে পিঠে টান ধরায় মাঠ ছাড়েন যশস্বী জসওয়াল। আপাতত ১৩৩ বলে ১০৪ রান করেছেন তিনি। মেরেছেন ৯টি চার ও ৫টি ছক্কা।

এদিন কাজে এল না ইংল্যান্ডের বাজবল ক্রিকেট। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করেছিলেন বেন ডাকেট। কিন্তু তৃতীয় দিনে ভারতীয় বোলারদের দাপটে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ৩১৯ রানে। বেন ডাকেট ১৫৩ রান করেন। মহম্মদ সিরাজ ঝড়ে ভারতের রানের থেকে অনেক আগেই থেমে গেল ইংল্যান্ড।

দ্বিতীয় দিনের শেষে বেন ডাকেট অপরাজিত ছিলেন ১৩৩ রানে। তৃতীয় দিনের সকালে আরও ২০ রান যোগ করার পরে ডাকেট ফিরে যান প্যাভিলিয়নে। ডাকেট ফিরে যাওয়ার পরেই ইংল্যান্ডের বাজবল ক্রিকেট অন্ধগলিতে পথ হারায়। উলটে ভারতীয় বোলাররা জাঁকিয়ে বসতে থাকে ম্যাচের উপরে। বোলারদের দাপটে ইংল্যান্ড ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ২উইকেটে ২০৭। এদিন বাকি ৮টি উইকেট ইংল্যান্ড হারায় মাত্র ১১২ রানে। নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ইংল্যান্ড।

মায়ের অসুস্থতার খবর পেয়ে আপৎকালীন ভিত্তিতে চেন্নাই ফিরে যান রবিচন্দ্রন অশ্বিন। ফলে তৃতীয় দিনের সকালে জশপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদবকে দীর্ঘক্ষণ বল করতে হয়। মহম্মদ সিরাজ ২১.১ ওভার হাত ঘুরিয়ে ৪টি উইকেট নেন সিরাজ। কুলদীপ যাদব ২টি উইকেট নেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#test match, #Shubman Gill, #Yashasvi jaiswal, #Cricket, #England

আরো দেখুন