জীবনশৈলী বিভাগে ফিরে যান

বাড়িতে বাড়ান অক্সিজেনের জোগান, কী কী গাছ লাগাতে পারেন?

February 18, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একুশ শতকের ভিলেন হল উষ্ণায়ন ও দূষণ। শীত প্রায় চলে গিয়েছে, এবার গ্রীষ্মের পালা। বাড়ি ঠান্ডা রাখতে গাছ লাগান, শীতল পরশের পাশাপাশি গাছ অক্সিজেনের জোগান বাড়াতে। ইন্ডোর প্ল্যান্ট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। মনও ভাল রাখে।

  • কোথায় রাখবেন গাছগুলো?
  • ডাইনিং স্পেস বা ড্রয়িং রুমে রাখতে পারেন।
  • বেডরুমেও রাখা যেতে পারে বিশেষ গাছগুলো।

কোন কোন গাছ রাখতে পারেন?


প্রায় দশটি ইন্ডোর প্ল্যান্ট রয়েছে যা ঘরের জন্য অত্যন্ত উপকারী। অন্যতম হল স্নেক প্ল্যান্ট। গাছটি বাতাসের টক্সিন শুষে নেয়। বাতাসের ক্ষতিকারক উপাদান শোষণ করে গাছটি। রাতেও অক্সিজেন সরবরাহ করে এই গাছ।

জেড প্ল্যান্ট, ঘরের ক্ষতিকর বাষ্প শোষণ করে।


আরেকা পাম, ঘরের মধ্যে অক্সিজেন পরিমাণ বাড়াতে পারে।

জারবেরা ডেইজি, রঙিন ফুলের গাছ। এটি বায়ুবাহিত দূষকের পরিমাণ কমিয়ে দেয়।


পিস লিলি বাতাসকে পরিশুদ্ধ করে।


মানিপ্ল্যান্ট গাছ ঘরের দূষিত গ্যাস বেঞ্জিন, ফর্মাল ডিহাইড, ইথিলিনের মাত্রা অনেকটাই হ্রাস করে।


অ্যালোভেরা বাতাসকে পরিশুদ্ধ করে।


তুলসী কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস শোষণ করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#oxygen, #Plants, #Home Decor, #Houseplants

আরো দেখুন