খেলা বিভাগে ফিরে যান

যশ-রথ: ফের ডবল সেঞ্চুরি! কাম্বলি, কোহলিদের ছুঁয়ে ফেললেন যশস্বী

February 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশাখপত্তনমের পর রাজকোট, পরপর দুই টেস্টে দুটি ডবল সেঞ্চুরি এল যশস্বীর ব্যাট থেকে, বিনোদ কাম্বলি ও বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে লাগাতার দু’টি টেস্টে দ্বিশতরান করার নজির গড়লেন যশস্বী।

শনিবার সেঞ্চুরি করার পর, পিঠের চোটের কারণে ব্যাট করতে পারেননি যশস্বী। রবিবার গিল আউট হতেই ব্যাট করতে নামেন। শেষ করলেন অপরাজিত ২১৪ রানে। আপাতত টেস্ট ক্রিকেটে এটাই তাঁর সর্বোচ্চ রান।

বয়সের নিরিখে পরপর জোড়া ডবল সেঞ্চুরি করার নিরিখে কিংবদন্তিদের তালিকায় ঢুকে পড়লেন যশস্বী। কাম্বলি ও ডন ব্র্যাডম্যানের পর তৃতীয়স্থানে ভারতের তরুণ ব্যাটার। ২১ বছর ৫৪ দিন বয়সে টেস্টে দু’টি দ্বিশতরান করেছিলেন কাম্বলি। ডন ব্র্যাডম্যান ২১ বছর ৩১৮ দিনে টেস্টে জোড়া দ্বিশতরানের করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Test Cricket, #Yashasvi jaiswal

আরো দেখুন