উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

রায়গঞ্জ ছাড়লেন দেবশ্রী চৌধুরী? জোর গুঞ্জন উত্তরের রাজনীতিতে

March 6, 2024 | < 1 min read

পাঁচ পাঁচটা লাগেজ নিয়ে রায়গঞ্জ ছাড়লেন দেবশ্রী চৌধুরী?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একটা-দুটো নয়! পাঁচ পাঁচটা লাগেজ নিয়ে রায়গঞ্জ ছাড়লেন দেবশ্রী চৌধুরী? সোমবার রাতে ব্যাগপত্র নিয়ে রায়গঞ্জ থেকে রাধিকাপুর এক্সপ্রেসে বিজেপি নেত্রী কলকাতার উদ্দ্যেশ্যে রওনা দেন। যাকে ঘিরে আরও বেড়েছে জল্পনা। বিক্ষুব্ধ বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী বলেন, দেবশ্রী চৌধুরী ভালই জানেন, তিনি প্রার্থী হতে পারছেন না। ভূমিপুত্রকেই প্রার্থী করা হবে, তা জেনেই চলে যাচ্ছেন।

শোনা যাচ্ছে, প্রার্থী হতে না পেরেই নাকি রায়গঞ্জ ছেড়েছেন দেবশ্রী চৌধুরী (Debasree Chaudhuri)। উল্লেখ্য, ‘বহিরাগত দেবশ্রী চৌধুরী নয়, ভূমি পুত্রদের প্রার্থী করতে হবে’- এমন পোস্টারে সম্প্রতি ছেয়ে গিয়েছিল রায়গঞ্জ শহর। বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা দন্ডিযাত্রা করেন। দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। গত শনিবার বাংলায় বিজেপির ২০ জন প্রার্থীর নাম ঘোষিত হয়। সাংসদ দেবশ্রীর নাম না থাকায় বেড়েছে জল্পনা। জল্পনা ছড়ায়, তবে কি তিনি রায়গঞ্জের প্রার্থী হচ্ছেন না?

দেবশ্রী চৌধুরী ট্রেনে ওঠার আগে জানান, ব্যাগপত্র তাঁর ভাইয়ের। শীতের পোশাক নিয়ে যাচ্ছেন তিনি। আলু, চাল,এঁচোড় ইত্যাদি নিয়ে যাচ্ছেন কলকাতার বাড়িতে। বুধবার বারাসাতে মোদীর সভায় তাঁকে দেখা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#raiganj, #Debasree Chaudhuri, #Loksabha Election 2024, #bjp

আরো দেখুন