মাথায় অন্তর্বাস পরে World Record! কী প্ল্যান আমেরিকার মিসৌরির সিটি মিউজিয়ামের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আমেরিকার মিসৌরির সিটি মিউজিয়ামের ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড। এবার তারা নয়া এক রেকর্ড গড়ার পথে। তা কী সেই রেকর্ড? শুনে বেশ অবাক লাগতে পারে! মাথায় অন্তর্বাস পরে বিশ্বরেকর্ড গড়তে চাইছে মার্কিন মুলুকের মিউজিয়ামটি। একজন, দু’জন নয়। ৩১৪ জন এক সঙ্গে এই কান্ড ঘটাবেন! আমেরিকার মিসৌরির সিটি মিউজিয়ামের উদ্দেশ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করা। রেকর্ডের জন্য বেছে নেওয়া হয়েছে পাই ডে-কে অর্থাৎ ১৪ মার্চ। পাইয়ের মান ৩.১৪। তাই ৩১৪ জনকে সামিল করা হবে রেকর্ড বানানোর আসরে।
মাথার অন্তর্বাস পরার রেকর্ডটি ছিল ইলিনয় প্রদেশের একটি বইয়ের দোকানের দখলে। ২০১২ সালে ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস’ নামের এক বইয়ের উদ্বোধনে ২৭০ জন মাথায় অন্তর্বাস পরে হাজির হয়েছিলেন। ওটাই এখনও পর্যন্ত মাথায় সবচেয়ে বেশি অন্তর্বাস পরার বিশ্বরেকর্ড। ১৪ মার্চ সেই রেকর্ড ভাঙতে চাইছে মিসৌরির সিটি মিউজিয়াম। মিউজিয়ামের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, ওই দুপুর ১টা ৪৫ থেকে অন্তর্বাস বিলি করা হবে। ২টো ১৫ নাগাদ উপস্থিত ব্যক্তিদের সংখ্যা গোনা হবে। অংশগ্রহণকারীদের কমপক্ষে এক মিনিট করে মাথায় অন্তর্বাস পরে থাকতে হবে। ছবি তোলা হবে। অংশগ্রহণকারীদের বিশেষ উপহার দেওয়া হবে।