টানাপোড়েন শেষে শীর্ষ আদালতের নির্দেশে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য দিল SBI
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: অবশেষে জমা পড়ল তথ্য। মঙ্গলবার অর্থাৎ ১২ মার্চ শীর্ষ আদালতের নির্দেশ মেনে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ও ক্ষতিকারক দিয়ে সুপ্রিম কোর্ট এসবিআইকে নির্দেশ দিয়েছিল, অবিলম্বে যেন বন্ড ব্যবস্থা বন্ধ করা হয়। নির্বাচনী বন্ডের মাধ্যমে কোন রাজনৈতিক দল কত অনুদান পেয়েছে, কারা অনুদান দিয়েছে, তাও প্রকাশ্যে আনার নির্দেশ দেয় শীর্ষ আদালত। সময়সীমা বেঁধে দেওয়া হয় ৬ মার্চ পর্যন্ত। কিন্তু প্রাথমিক সময় পেরিয়ে যাওয়ার পরও এসবিআই নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেয়নি।
সোমবার অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিল এসবিআই। এসবিআইয়ের সেই আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, মঙ্গলবারের মধ্যে নির্বাচনী বন্ডের তথ্য এসবিআই প্রকাশ না করলে, তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে। এছাড়াও এসবিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দেখা গেল চূড়ান্ত সময়সীমার মধ্যেই এসবিআই তথ্য জমা দিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে, বন্ড সংক্রান্ত তথ্য আগামী শুক্রবারের মধ্যে কমিশনকে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।