বিনোদন বিভাগে ফিরে যান

এবার ‘দিদি নম্বর ১’ ছাড়ছেন রচনা?

March 14, 2024 | < 1 min read

এবার ‘দিদি নম্বর ১’ ছাড়ছেন রচনা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নব্বইয়ের দশকে বাংলা সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখানোর পর থেকেই দর্শক মনে স্থায়ী জায়গা করে নেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ৩৫টির বেশি সিনেমা করেছেন তাঁরা। অমিতাভ বচ্চনের সঙ্গেও সিনেমা করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়, ‘সূর্যবংশম’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাদের। এবার তাঁকে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।

আর রাজনীতিতে আসার পরেই প্রশ্ন উঠেছে জি বাংলায় একযুগ ধরে চলা জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’ -এ সঞ্চালিকার ভুমিকায় কি দেখা যাবে রচনাকে? সেই শোয়ে তিনি কি আর থাকবেন না? আর এই প্রশ্নের উত্তর নিজেই দিলেন অভিনেত্রী। রচনা জানিয়েছেন, ‘আমি এখন লোকসভার প্রচারে অংশ নিতে চলেছি। প্রচারের ফাঁকে এসে রাত্রে শুটিং করে যাব। তবে প্রচার কিংবা রাজনৈতিক কর্মসূচীর ফাঁকে সেভাবেই সময় ম্যানেজ করব শুটিংয়ের জন্য।’ আর তার এই বক্তব্যের পরেই স্পষ্ট যে ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকার ভুমিকায় দেখা যাবে রচনাকে। এরফলে খানিক স্বস্তি পেল তার ভক্তরা।

#reality show, #politics, #hooghly, #rachana banerjee, #didi no 1, #West Bengal

আরো দেখুন