হুগলি নিয়ে সঙ্কটের আবহ BJP-র অন্দরে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্ষোভ ছিলই। দাবি উঠেছিল অভিনেত্রী নয়, চাই ভূমিপুত্র। তবে স্থানীয়দের দাবিকে পাত্তা না দিয়ে লোকসভায় হুগলি কেন্দ্রে ফের টিকিট পেয়েছেন লকেট চট্টোপাধ্যায়। যার জেরে কোন্দল চরম আকার নিয়েছে বিজেপিতে।
এর পাশাপাশি দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার জোরালো হাওয়া কাঁপুনি ধরিয়েছে বিজেপি শিবিরে। হুগলি লোকসভা আসনে দ্বিতীয়বার সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) প্রার্থী হওয়া নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু সেসবের বাইরে এবার লকেটদেবীর কাজ এবং বিজেপি (BJP) দলেরও মূল্যায়ন হবে। সেখানেই প্রতিষ্ঠান বিরোধিতা ভাবাচ্ছে পদ্মপার্টিকে। বিপক্ষে একজন দমদার কিন্তু আনকোরা প্রার্থীকে তৃণমূল হাজির করে দেওয়ায় বিষয়টি আরও কঠিন হয়েছে। কারণ, রাজ্যের শাসকদলের হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় এই প্রথম নির্বাচনী ময়দানে নামছেন। ভোট রাজনীতিতে বিপক্ষকে আক্রমণ করাও এক রকমের কৌশল। কিন্তু সেখানেও বিজেপির হাতে কোনও অস্ত্র নেই।
পাঁচ বছরে হুগলির (Hoogly) বিজেপি সাংসদ কী কাজ করেছেন? সেই প্রশ্ন গত বিধানসভা নির্বাচন থেকেই ভোগাচ্ছে বিজেপিকে। এবারের লোকসভা ভোট (Lok Sabha Election 2024) সেই কাজেরই মূল্যায়ন হবে। বিজেপির অন্দরের খবর, দলের নিচুতলার কর্মীদের বড় অংশেরই অনীহা রয়েছে লকেটদেবীকে নিয়ে। এবার বাসিন্দাদের মধ্যে প্রতিষ্ঠান বিরোধিতার তীব্র হাওয়া থাকায় সক্রিয় কর্মীরাও ভোটের লড়াইয়ে আগ্রহ হারাচ্ছে। যা নিয়ে দলের মধ্যে তীব্র সঙ্কটের আবহ।