দেশ বিভাগে ফিরে যান

মোদী আমলে দেশে বাড়ছে ধনী ও দরিদ্রের বৈষম্য, বলছে ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাব?

March 21, 2024 | < 1 min read

মোদী আমলে দেশে বাড়ছে ধনী ও দরিদ্রের বৈষম্য, বলছে ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাব?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদীর শাসনকালে দেশে ধনী ও দরিদ্রের বৈষম্য সর্বাধিক পর্যায়ে পৌঁছে গিয়েছে, এমনই তথ্য প্রকাশিত হয়েছে প্যারিসের ‘ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাব’র (Wealth Inequality Lab) গবেষণাপত্রে। রিপোর্টে ১৯২২ সাল থেকে ১০০ বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, ২০২২-২৩ সালে ভারতের ধনীতম ১ শতাংশের উপার্জন ও সম্পদ সর্বোচ্চে পৌঁছে গিয়েছে। এই ১ শতাংশের হাতে দেশের মোট উপার্জনের ২২.৬ শতাংশ এবং মোট সম্পদের ৪০.১ শতাংশ রয়েছে। ভারতের সবচেয়ে ধনী ১ শতাংশের উপার্জন ও সম্পদ বিশ্বের মধ্যে অন্যতম সেরা, যা আমেরিকার থেকেও বেশি। ২০১৪-১৫ সাল থেকে ২০২২-২৩ সালে বৈষম্য সর্বাধিক হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ২০১৪ সালে মোদী সরকার (Modi Govt) ক্ষমতায় আসার পর থেকেই দেশে ধনী-দরিদ্রের বৈষম্য সবচেয়ে বেশি হয়েছে।

‘ইনকাম অ্যান্ড ওয়েলথ ইনইক্যুয়ালিটি ইন ইন্ডিয়া, ১৯২২-২০২৩: দি রাইজ অব দ্য বিলিয়নেয়ার রাজ’ শীর্ষক এই গবেষণাপত্রে ১৯২২ সাল থেকে ভারতে উপার্জন ও সম্পদের খতিয়ান তুলে ধরা হয়েছে। দাবি করা হয়েছে, মোদী আমলে এই বৈষম্য ব্রিটিশ রাজত্বের থেকেও বেশি। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, স্বাধীনতার পর থেকে বেশ কয়েক দশকে দেশের আর্থিক বৈষম্য কমতে শুরু করেছিল। কিন্তু আটের দশক থেকে ফের বৈষম্য বাড়তে শুরু করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #poor, #Lok Sabha Election 2024, #Income, #Rich, #Wealth Inequality

আরো দেখুন