আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড! ভারতের অবস্থান কোথায়?

March 21, 2024 | < 1 min read

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড! ভারতের অবস্থান কোথায়?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আন্তর্জাতিক সুখ দিবসে, বুধবার প্রকাশিত হয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। তাতে শীর্ষ স্থানে রয়েছে ফিনল্যান্ড। এক নাগাড়ে সপ্তমবার বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমা পেল ফিনল্যান্ড। ফিনল্যান্ডের পরই রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন। ১৪৩ দেশের তালিকায় ভারত এবারেও ১২৬ নম্বরে রয়েছে। একেবারে শেষ রয়েছে আফগানিস্তান।

গত এক দশক যাবৎ সুখী দেশের তালিকায় কুড়ির মধ্যে থাকত আমেরিকা ও জার্মানি। এবারই প্রথম সেরা কুড়ির তালিকার বাইরে বেরিয়ে গিয়েছে দুই দেশের। মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি যথাক্রমে ২৩ ও ২৪তম স্থানে রয়েছে। কোস্টারিকা ও কুয়েত ২০ দেশের তালিকায় ঢুকে পড়েছে। ১২ ও ১৩তম স্থানে রয়েছে দুই দেশ। প্রথম ২০ দেশের তালিকায় ঠাঁই পেয়েছে কানাডা ও ব্রিটেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rank, #Finland, #happy country, #happiest country, #India

আরো দেখুন