রাজ্য বিভাগে ফিরে যান

BJP প্রার্থী শান্তনুকে ঘিরে বাড়ছে বিক্ষোভ, গয়েশপুরে চলল ‘গো ব্যাক’ স্লোগান

March 28, 2024 | < 1 min read

BJP প্রার্থী শান্তনুকে ঘিরে বাড়ছে বিক্ষোভ, গয়েশপুরে চলল ‘গো ব্যাক’ স্লোগান

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সিএএ নিয়ে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অসন্তোষ চলছেই। এবার বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান উঠল। বুধবার সকালে গয়েশপুরের ১৪ নম্বর ওয়ার্ডে কলাবাগানে কাজ করতে গিয়ে বোমা ফেটে আহত হন এক ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপির দাবি, আহত ব্যক্তি তাঁদের দলের কর্মী। সন্ধ্যায় আনন্দপল্লি মাঠ থেকে প্রতিবাদী মিছিল করার সিদ্ধান্ত নেয় বিজেপি। প্রতিবাদ মিছিলে যোগ দিতে আসেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী, সমর্থক ও নেতারা। ‘গো ব্যাক’ স্লোগান তোলা হয়। তারপর বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা আরম্ভ হয়। কল্যাণী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়।

গয়েশপুরের সাধারণ মানুষের বক্তব্য, পাঁচ বছর সাংসদকে দেখতে পাওয়া যায়নি। উনি শুধু রাজনীতি করতে এসেছিলেন। সেই জন্যেই এই বিক্ষোভ।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Shantanu thakur, #Gayeshpur, #Go back slogan, #Protest

আরো দেখুন