দেশ বিভাগে ফিরে যান

পয়লা এপ্রিল থেকে বাড়ছে SBI-র ডেবিট কার্ডের খরচ! কত গুনতে হবে আপনাকে?

March 29, 2024 | < 1 min read

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেবিট কার্ডের বার্ষিক পরিষেবা খরচ বাড়াতে চলেছে, ছবি সৌজন্যে: Zeebiz.com

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেবিট কার্ডের বার্ষিক পরিষেবা খরচ বাড়াতে চলেছে। ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে। সব ক্ষেত্রেই সার্ভিস চার্জ ৭৫ টাকা বাড়ছে। এসবিআইয়ের (SBI) ক্লাসিক, সিলভার, গ্লোবাল ও কনট্যাক্টলেস ডেবিট কার্ডের ক্ষেত্রে নতুন খরচ হবে ২০০ টাকা। এযাবৎ যা ছিল ১২৫ টাকা। যুবা, গোল্ড, কম্বো ডেবিট কার্ড ও মাই কার্ডের ক্ষেত্রে খরচ ২৫০ টাকা। যা ছিল ১৭৫ টাকা। প্ল্যাটিনাম ডেবিট কার্ডের ক্ষেত্রে বর্তমানে বার্ষিক খরচ ২৫০ টাকা, তা বেড়ে হচ্ছে ৩২৫ টাকা। প্রাইড ও প্রিমিয়াম বিজেনেস ডেবিট কার্ডের ক্ষেত্রে ব্যয় ৩৫০ থেকে বেড়ে ৪২৫ টাকা হচ্ছে। এছাড়াও প্রতি ক্ষেত্রে খরচের উপর ১৮ শতাংশ হারে জিএসটি যুক্ত হবে।

নতুন ডেবিট কার্ড ইস্যু করার ক্ষেত্রে এসবিআইয়ের দাবি, ক্লাসিক, সিলভার, গ্লোবাল এবং কনট্যাক্টলেস কার্ডগুলির ক্ষেত্রে প্রাথমিকভাবে কোনও চার্জ লাগবে না। গোল্ড ডেবিট কার্ডের ক্ষেত্রে ১০০ টাকা খরচ হবে। প্রথমবার প্ল্যাটিনাম কার্ড নেওয়ার খরচ ৩০০ টাকা। পুরনো কার্ড বদলে নতুন করে যাঁরা কার্ড করবেন, তাঁদের তিনশো টাকা ব্যয় করতে হবে। ডুপ্লিকেট পিন বা নয়া পিন জেনারেট করার ক্ষেত্রে জিএসটি-সহ ৫৯ টাকা দিতে হবে। আন্তর্জাতিকস্তরে এসবিআই কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, লেনদেনের অঙ্কের উপর ৩ শতাংশ হারে চার্জ দিতে হবে। এক্ষেত্রেও জিএসটি (GST) দিতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #sbi, #Debit Cards

আরো দেখুন