রাজ্য বিভাগে ফিরে যান

সাত দফা ভোটের দিনগুলিতে এনআই অ্যাক্টে সবেতন ছুটি ঘোষণা রাজ্যের

March 29, 2024 | < 1 min read

ভোটের দিনগুলিতে এনআই অ্যাক্টে সবেতন ছুটি ঘোষণা রাজ্যের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় সাত দফায় আয়োজিত হচ্ছে ভোট, প্রতিটি ভোটের দিন এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার (State Govt)। বিজ্ঞপ্তি দিয়ে অর্থদপ্তর জানিয়েছে, যে কেন্দ্রগুলিতে যেদিন ভোট থাকবে সে’দিন সেখানকার সরকারি অফিস, সরকারি সংস্থা, পুরসভা, পঞ্চায়েত-সহ বিভিন্ন স্বশাসিত সংস্থার দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠাগুলো ছুটি। দোকান, বাণিজ্য ও শিল্প সংস্থা, চা বাগান-সহ নানান বেসরকারি মালিকানাধীন সংস্থায় ভোটের দিন ছুটি দেওয়ার শ্রমদপ্তর আলাদা করে বিজ্ঞপ্তি জারি করবে। রাজ্য সরকার এনআই (NI) অ্যাক্টে ছুটি দিলে, ব্যাঙ্ক-সহ নানান বেসরকারি সংস্থাও তা কার্যকর করে।

অর্থদপ্তর জানিয়েছে, কোনও কর্মীর বাসস্থান এবং কর্মস্থল দুটি আলাদা লোকসভা (Lok Sabha Election) কেন্দ্রের মধ্যে অবস্থিত হলে, সেখানে আলাদা দিনে নির্বাচন হলে; সংশ্লিষ্ট কর্মী ভোট দেওয়ার জন্য আরও একটি ছুটি পাবেন। শ্রমদপ্তরের নির্দেশিকাতেও এই বিষয়ের উল্লেখ থাকে। যেসব সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ভোটগ্রহণ সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যবহার করা হবে, সেখানে ভোটের আগের দিন ছুটি থাকবে। পাশাপাশি ভোট প্রক্রিয়া মিটতে অধিক রাত হয়ে গেলে, ভোটকর্মীরা পরদিন অতিরিক্ত এক দিনের ছুটিও পাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#state govt, #NI Act, #West Bengal, #Lok Sabha Election 2024

আরো দেখুন