রাজ্য বিভাগে ফিরে যান

পয়লা এপ্রিল থেকেই মিলবে বর্ধিতহারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা

March 31, 2024 | < 1 min read

পয়লা এপ্রিল থেকেই মিলবে বর্ধিতহারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল, বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। ১ এপ্রিল থেকে অর্থাৎ নয়া অর্থবর্ষের প্রথম দিন থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে। তবে ১ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকায়, উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে আরও একদিন পর। বাংলার ২ কোটি ১৬ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত হারে ভাতা পৌঁছবে। ৫০০ টাকার বদলে দ্বিগুণ, হাজার টাকা ভাতা মিলবে। এসসি, এসটি সম্প্রদায়ের মহিলারা এতদিন ১০০০ টাকা করে পেতেন, তাঁরা ১২০০ টাকা করে পাবেন এবার থেকে। মার্চ মাসে এই খাতে রাজ্যের খরচ হয়েছিল ১ হাজার ১৮৭ কোটি টাকা, এবার এপ্রিল থেকে রাজ্যের ব্যয় হবে ২ হাজার ২২৮ কোটি টাকা করে।

২০২১-এর সেপ্টেম্বর থেকে ঘোষণা মতো এসসি-এসটি সম্প্রদায়ের মহিলাদের জন্য মাসে এক হাজার টাকা এবং বাকিদের জন্য পাঁচশো টাকা, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে শুরু করে সমাজকল্যাণ দপ্তর। বাজেটে বর্ধিত হারে ভাতার কথা ঘোষণা করা হয়। মানুষের হাতে নগদ টাকার জোগান বাড়ানোর জন্য একাধিক উদ্যোগ নিয়েছিল বাংলা। এতে রাজ্যের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে। উপভোক্তারা এই টাকা নানা ধরনের কাজে ব্যয় করতে পেরেছেন। প্রতীচী ট্রাস্টের সমীক্ষা অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডারের প্রায় ৭৮ শতাংশ উপভোক্তা সংসার খরচ চালাতে মাসে মাসে পাওয়া টাকা কাজে লাগিয়েছেন। ৪২ শতাংশ উপভোক্তা ছেলেমেয়েদের পড়াশোনার জন্য টাকা খরচ করেছেন। প্রায় ৩৫.৩ শতাংশ মহিলা পোশাক ও প্রসাধনী কেনা, খাওয়া-দাওয়ার মতো নিজেদের ইচ্ছে পূরণে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ব্যয় করেছেন। আদতে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এমন প্রকল্পের কারণে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Women, #april, #Lakshmir Bhandar

আরো দেখুন