রাজ্য বিভাগে ফিরে যান

এবার ভোট ট্রান্সফারের ডাক মন্ত্রী নিশীথের – ফাঁস করলেন রাম-বাম জোটের কথা?

April 2, 2024 | < 1 min read

এবার ভোট ট্রান্সফারের ডাক মন্ত্রী নিশীথের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আসন্ন লোকসভা ভোটে নিজের আসন থেকে জিতলেই বামেদের বেদখল দলীয় দফতরগুলি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সোমবার মাথাভাঙ্গার মহকুমার শীতলখুচি বিধানসভা কেন্দ্রের গোলকগঞ্জ বাজারের মাঠে নির্বাচনী সভায় কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথের এই ঘোষণা বাড়িয়ে দিয়েছে রাম-বাম জোটের জল্পনা। নিশীথের ওই বক্তব্যের ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

ওয়াকিবহাল মহলের ধারণা, ২০১৯ সালে তৃণমূলকে হারাতে বাম সমর্থকেরা অনেকেই বিজেপির প্রাথীকে ভোট দিয়েছিলেন। ফলে রাজ্যে ভালো ফল করেছিল বিজেপি।

কোচবিহারে একসময় এলাকায় ফরওয়ার্ড ব্লকের দাপট ছিল তবে এখন তাদের সাংগঠনিক শক্তি বেশ কম। তবে রাজনৈতিক ওয়াকবহলা মহল মনে করছে বিরোধী ভোট ভাগ হলে তৃণমূল প্রার্থীই সুবিধা পাবে। তাই বিরোধী ভোট ভাগাভাগি রুখে বাম ভোট নিজের কজ্বায় আনতেই নিশীথের এরকম আহ্বান বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #Cpim, #Nisith Pramanik, #Loksabha Election 2024, #Loksabha Elections, #vote transfer

আরো দেখুন