রাজ্য বিভাগে ফিরে যান

মোদীর গ্যারেন্টিকে তীব্র ভাষায় কটাক্ষ, ভোটের মুখে রাজ্যে বিজেপি সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ মমতার

April 5, 2024 | 2 min read

নির্বাচানী প্রচারে বর্তমানে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নির্বাচানী প্রচারে বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের পর শুক্রবারও দুটি জনসভা করেন তিনি। এদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারেন্টিকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জলপাইগুড়ির এবিপিসি মাঠে সভায় মমতা বলেন, ‘এই তো মোদী এসেছিলেন! কিন্তু একটি কথাও বলেননি জলপাইগুড়ির ঝড় নিয়ে। কী করে বলবেন। সময় ছিল না। এখানকার মানুষকে তিনি ভুলে গিয়েছেন।’

জলপাইগুড়ির (Jalpaiguri) ঝড়ে আক্রান্তদের টাকা দিয়ে সাহায্য করতে না পারায় আফশোস করলেন মমতা। বললেন, ‘ঝড়ের টাকা দিতে পারছি না কমিশন অনুমতি দিচ্ছে না বলে। টাকা রেডি আছে। কমিশন বললেই দিয়ে দেব। কিন্তু বিজেপি তা করতে দেবে না।’

মোদীর গ্যারান্টি প্রসঙ্গে মমতার বক্তব্য, ‘মোদী তো গ্যারান্টির কথা বলেন। জলপাইগুড়িতে যারা ঘর হারিয়েছে, তাদের জন্য গ্যারান্টি কোথায়। ঝড়ের সময় তোমরা আসবে না, আর গ্যারান্টির দাবি করবে। মনে রাখবেন গ্যারান্টি যদি কারও কাজ করে, তবে সেটা আমাদের গ্যারান্টি। জলপাইগুড়িতে প্রচুর উন্নয়নের কাজ আমরা করেছি। বিজেপির গ্যারান্টি জিরো। সব কাজ আমরা করি, ওরা শুধু এসে ভাষণ দেন।’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার প্রধানমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ দিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর চ্যালেঞ্জ, বাংলায় দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তার চেয়ে ঢের বেশি দুর্নীতি হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র।

তুফানগঞ্জের সভায় বিজেপিকে কটাক্ষ ছুঁড়ে মমতা বললেন, “তুমি মহারাজ সাধু হলে আজ, আমরা আজ দুর্নীতিবাজ বটে। আমি ১১ লক্ষ বাড়ির লিস্ট দিয়েছিলাম। এই যে বাড়িগুলো ভেঙে গেল, ৬ লক্ষ বাড়ি এই ১১ লক্ষ বাড়ির লিস্টে ছিল। তুমি বলছ, দুর্নীতি হয়েছে। সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করো। চ্যালেঞ্জ করে যাচ্ছি, বাংলায় কী দুর্নীতি হয়েছে, উত্তরপ্রদেশে কী দুর্নীতি হয়েছে, গুজরাটে কী দুর্নীতি হয়েছে সামনে আনুন।”

আজ ফের একবার লোকসভা ভোটের মুখে রাজ্যে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর আশঙ্কা প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার উত্তরবঙ্গে নির্বাচনী জনসভায় নির্বাচন কমিশনে অভিপ্রায় নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। সঙ্গে দলীয় কর্মীদের তাঁর বার্তা, ‘কাউকে হিংসা ছড়াতে দেবেন না।’

মমতা বলেন, ‘অন্নপূর্ণা পুজো আছে ১৫ তারিখ। আমরা সবাই করি। অন্নপূর্ণা মা তো কাউকে ধর্মীয় হিংসা ছড়াতে বলেনি। ১৬ তারিখ অষ্টমী আছে। ১৭ তারিখে রাম নবমী আছে। ভোটের আগে ধর্মীয় হিংসা বাধানোর খেলা। আমার রামের প্রতি অশ্রদ্ধা নেই, কিন্তু ধর্মীয় হিংসা করবেন না। ’ মমতা হুঁশিয়ারি, ‘হিংসা যারা করবে, তাদের বিরুদ্ধে যত কঠোর ব্যবস্থা হয়, আমরা নেবই নেব। ওদের আমরা ছাড়ব না।’ বলে রাখি, আগামী ১৭ এপ্রিল রাম নবমী। আর প্রথম দফার ভোটগ্রহণ ১৯ এপ্রিল।

এর আগেও লোকসভা ভোটের মুখে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৩১ মার্চ নদিয়ার ধুবুলিয়ার জনসভায় মমতা একই আশঙ্কার কথা জানিয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #jalpaiguri, #tmc, #Loksabha Election 2024

আরো দেখুন