রাজ্য বিভাগে ফিরে যান

৪০ ডিগ্রির গরমেও মানুষের ঢল, সাইকেলে চেপে প্রচার তৃণমূল প্রার্থী মুকুটমণির

April 7, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৪০ ডিগ্রির গরম, তীব্র দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের আনাচে-কানাচে প্রচার চালাচ্ছে বাংলার শাসকদল। শনিবার, শান্তিপুর (Shantipur) শহরে মেগা র‍্যালি করে তৃণমূল। তৃণমূল (TMC) প্রার্থী মুকুটমণি অধিকারীকে (Mukutmani Adhikari) নিয়ে দিনভর প্রচার করেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী (BrajaKishore Goswami)। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে প্রচার করেন মুকুটমণি। তৃণমূলের র‍্যালিতে কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড় দেখে, চিন্তায় পড়েছে বিজেপি।

সকাল দশটায় শান্তিপুরে তৃণমূলের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় র‍্যালি। পেট্রল, ডিজেল সহ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলীয় কার্যালয় থেকে সাইকেলে চেপে প্রচার আরম্ভ করেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। দলের কর্মী সমর্থকরাও ছিলেন ভাল সংখ্যায়। সাইকেল থামিয়ে থামিয়ে সাধারণ মানুষের সঙ্গে করমর্দন, বয়স্কদের প্রণাম করেন মুকুটমণি। তৃণমূল প্রার্থী বলেন, বিজেপি সরকারের জমানায় পেট্রল-ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। গ্যাসের দামেও নিয়ন্ত্রণ রাখতে পারেনি কেন্দ্র। গরিব মানুষের রান্নাঘরে উঁকি দিলে দেখা যাবে, বিজেপির উজ্জ্বলা গ্যাস এককোণে পড়ে রয়েছে। চোখে জ্বালা নিয়ে উনুনেই রান্না সারছেন নিম্নবিত্ত মানুষকে। বিজেপির পাশে সাধারণ মানুষ থাকবেন না, তা স্পষ্ট হয়ে গিয়েছে।

প্রায় আধঘণ্টা সাইকেলে চড়ে প্রচারের পর, হুডখোলা গাড়িতে প্রচার করেন প্রার্থী মুকুটমণি। সঙ্গে ছিলেন বিধায়ক ব্রজকিশোর, শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। ডাকঘর মোড়, অদ্বৈত পাট, বিসি রায় রোড, মালঞ্চ, সুত্রাগড়, কলেজ মোড়, শান্তিপুর স্টেশন, বড় গোস্বামী বাড়ি, কুঠিরপাড়া, কাশ্যপপাড়া হয়ে তৃণমূলের শহর কার্যালয়ের সামনে এসে মেগা র‍্যালি শেষ হয়। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর বলেন, রানাঘাট লোকসভার সাতটি বিধানসভার মধ্যে শান্তিপুর থেকেই সবথেকে বেশি লিড পাবেন মুকুটমণি।

দলীয় পতাকা হাতে মিছিলে হাজির ছিলেন শ’য়ে শ’য়ে তৃণমূল কর্মী। শুধু দলের কর্মী সমর্থকরাই নন, স্বতঃস্ফূর্তভাবে ছিলেন সাধারণ মানুষকেও। রাজনৈতিক মহল বলছে, এহেন গরমের মধ্যেও শান্তিপুর শহরে তৃণমূল প্রার্থীর সমর্থনে এমন ভিড় পদ্ম শিবিরের মাথাব্যথার কারণ হতে বাধ্য। অন্যদিকে, শান্তিপুরে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নির্বাচনী প্রচারে সেভাবে কর্মীদের ভিড় চোখে পড়ছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #ranaghat, #politics, #Mukutmoni Adhikari, #loksabha elections 2024

আরো দেখুন