দেশ বিভাগে ফিরে যান

প্রথম দফার ২৮ শতাংশ প্রার্থীই কোটিপতি, BJP-র ৭৭ জনের ৬৯ জনই কোটি টাকার মালিক

April 9, 2024 | < 1 min read

BJP-র ৭৭ জনের ৬৯ জনই কোটি টাকার মালিক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভার প্রথম দফায় নির্বাচনে লড়াই করা ২৮ শতাংশ প্রার্থীই কোটিপতি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) এই তথ্য প্রকাশ্যে এনেছে।

লোকসভার নির্বাচন (Lok Sabha Election 2024) হচ্ছে সাত দফায়, প্রথম পর্বের ভোট গ্রহণ ১৯ এপ্রিল। প্রথম দফায় ১০২টি আসনে লড়ছেন ১ ,৬২৫ জন প্রার্থী। প্রার্থীদের নির্বাচনী হলফনামা খতিয়ে দেখেছে এডিআর। তাতে দেখা যাচ্ছে, ৪৫০ জন অর্থাৎ ২৮ শতাংশ প্রার্থীর ঘোষিত সম্পত্তির পরিমাণ এক কোটি বা তার বেশি। বিজেপির ৭৭ জন প্রার্থীর মধ্যে ৬৯ জনই কোটিপতি, প্রায় ৯০ শতাংশ। অপরদিকে, কংগ্রেসের ৫৬ জন প্রার্থীর মধ্যে ৪৯ জন কোটিপতি। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার কংগ্রেসে প্রার্থী নকুল নাথের সম্পত্তির পরিমাণ সর্বাধিক, প্রায় ৭১৬ কোটি। সম্পত্তির নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে এআইএডিএমকে এবং বিজেপি (BJP) প্রার্থী যথাক্রমে অশোক কুমার এবং দেবনাথন যাদব টি। তাঁদের সম্পত্তির পরিমাণ ৬৬২ কোটি এবং ৩০৪ কোটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #BJP candidate, #Lok Sabha Election 2024, #Rich

আরো দেখুন