রাজ্য বিভাগে ফিরে যান

হুড খোলা গাড়িতে একের পর এক গ্রাম চষে ফেলছেন ঘাসফুল প্রার্থী মহুয়া মৈত্র

April 11, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কৃষ্ণনগর চষে ফেলছেন ঘাসফুল প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপি পরিচালিত পঞ্চায়েত এলাকায় প্রচারে ঝড় তুললেন ঘাসফুল প্রার্থী। হুড খোলা গাড়িতে একের পর এক গ্রাম চষে বেড়ালেন। রাজনৈতিক মহল বলছে, গ্রামের মহিলারাই মহুয়ার শক্তির আসল উৎস। কৃষ্ণনগর-১ নম্বর ব্লকের অন্তর্গত রুইপুকুর ও দেপাড়া পঞ্চায়েতে মহুয়া মৈত্রর প্রচারে মহিলাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মালা পরিয়ে প্রার্থীকে বরণ করেন তাঁরা। উলুধ্বনি, শঙ্খধ্বনিতে মহুয়াকে ‘ঘরের মেয়ে’ করেই কাছে টেনে নিলেন মহিলারা। কেউ কেউ খোঁজ নিলেন শরীরের, কেউ কেউ দৃপ্ত কন্ঠে বললেন, দিদি জিততেই হবে।

মহুয়া মৈত্র বলেন, গ্রামের মহিলারা এখন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। কোনও কারণে কেউ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন কিনা তাও খোঁজ নিচ্ছেন তিনি। রুইপুকুর পঞ্চায়েতে প্রচার পর্বে সব নেতারাই হাজির ছিলেন মহুয়ার সঙ্গে। রুইপুকুর ও দেপাড়া পঞ্চায়েতের প্রতিটি গ্রামে প্রচার সারেন মহুয়া মৈত্র। কয়েকশো কর্মী বাইক নিয়ে মিছিল করেন।‌

গ্রামের মোড়ে মোড়ে মহিলাদের মহুয়া মৈত্রর জন্য অপেক্ষা করতে দেখা যায়। উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে তাঁরা মহুয়াকে স্বাগত জানান। সেলফির আবদারও মিটান তিনি। গ্রামবাসীরা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা সে খোঁজও নেন প্রার্থী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mahua Moitra, #tmc, #Trinamool Congress, #krishnanagar, #loksabha elections 2024

আরো দেখুন