দেশ বিভাগে ফিরে যান

ভোটের মুখে ফের উত্তপ্ত মণিপুর! মৃত দুই

April 14, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: গত বছরের মে থেকে আজও জ্বলছে মণিপুর। জনজাতি হিংসা বিদীর্ণ মনিপুরে ভোটগ্রহণ হবে ১৯ এবং ২৬ এপ্রিল। ভোটের মুখে ফের উত্তপ্ত হল মণিপুর। শনিবার সকালে কাংপোকপি, উখরুল এবং ইম্ফলে, দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে গুলিযুদ্ধ চলে। ১৩ এপ্রিল সকাল ৮টায় শুরু হওয়া গুলি বিনিময়ের ফলে কুকি-জো সম্প্রদায়ের দু-জনের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম কাম্মিনলাল লুফেং (বয়স ২৩ বছর) এবং কাংপোকপি জেলার বোংজাং গ্রামের কমলেংসাট লুঙ্কিম (বয়স ২২ বছর)। দু-জনেই কাংপোকপি জেলার বাসিন্দা। যার জেরে উত্তপ্ত গোটা এলাকা। ভোটের মুখে এ ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন উঠছে? এই পরিস্থিতিতে আদৌ কি ভোটগ্রহণ সম্ভব? হিংসার জেরে এখনও হাজার হাজার মণিপুরবাসী এলাকা ছাড়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#Death, #Manipur, #Manipur burning, #manipur unrest

আরো দেখুন