দুই BJP নেতা-নেত্রীর গাড়ি থেকে উদ্ধার ৯ লক্ষ টাকা! ভোটের মুখে চাঞ্চল্য
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পদ্ম পার্টির দুই নেতা-নেত্রীর গাড়ি থেকে উদ্ধার হল ৯ লক্ষেরও বেশি টাকা। উদ্ধার হওয়া টাকার কোনও হিসেব দিতে পারেননি নেতা-নেত্রীরা। রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে এই টাকা উদ্ধারকে কেন্দ্র করে। শনিবার রাতে ক্রান্তির মসজিদ মোড়ে বিশেষ নাকা চেকিং চলছিল। চেকিংয়ের সময় বিজেপির মাল বিধানসভার কনভেনর রাকেশ নন্দীর গাড়ি দাঁড় করানো হয়। গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। চালকের পাশের আসনে সিটের তলা থেকে একটি প্লাস্টিক ব্যাগ উদ্ধার হয়। ওই ব্যাগেই নগদ ৭ লক্ষ ৭৫ হাজার টাকা মেলে।
টাকার উৎস সম্পর্কে নেতা-নেত্রীরা কোনও তথ্য দিতে পারেননি। বিজেপি নেতা জানান, মাল বিধানসভায় ভোটের কাজে ব্যবহার করার জন্য টাকা দিয়েছিলেন জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী দীপা বণিক। পুলিশ তদন্তে নেমে দীপা বণিকের গাড়ি থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করে। জেলার পুলিশ সুপার খণ্ডবাহলে উমেশ গণপত বলেন, কয়েক সপ্তাহ ধরে নাকা চেকিং চলছে। শনিবার একটি বিশেষ নাকা চেকিংয়ের সময় নগদ ৯ লক্ষ ৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়। কেউই ওই টাকার কোনও হিসেব দিতে পারেননি।
জেলা তৃণমূলের অভিযোগ, ভূরিভূরি মিথ্যা, কুৎসা, প্ররোচনার পাশাপাশি বিজেপির অন্যতম ভোটঅস্ত্র টাকা। শনিবার রাতে টাকা বাজেয়াপ্ত হতেই তা সত্যি হয়ে গেল। কংগ্রেসের বক্তব্য, বিজেপি টাকা লুটে পারদর্শী। ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে টাকা তুলেছে। এখন ভোটারদের প্রভাবিত করতেই ভোটের কয়েক দিন আগে নগদ টাকা নিয়ে ঘোরাঘুরি শুরু করেছে। কমিশন নজরদারি চালালে আরও হিসেব বহির্ভুত টাকা উদ্ধার হতে পারে, এমনই মত বিরোধীদের।