রাজ্য বিভাগে ফিরে যান

সকালে দখল, বেলা গড়াতেই পুনরুদ্ধার! পার্টি অফিসে ফের জোড়াফুলের পতাকা ওড়ালেন দেবাংশু

April 15, 2024 | 2 min read

পার্টি অফিসে ফের জোড়াফুলের পতাকা ওড়ালেন দেবাংশু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দখল হওয়া পার্টি অফিসের তালা ভেঙে পুনরুদ্ধার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তৃণমূল প্রার্থী নিজে দাঁড়িয়ে থেকে নন্দীগ্রাম-২ ব্লকের বিরুলিয়ায় পার্টি অফিস বিজেপির দখলমুক্ত করেন। প্রার্থীর এহেন ভূমিকায় কর্মীদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে বলে মানছেন দলের স্থানীয় নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তালা দিয়ে বিজেপির পতাকা টাঙানোর পরও কেন অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন দেবাংশু। বিরুলিয়ায় অফিস দখলমুক্ত করে, জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় ও চেয়ারম্যান চিত্ত মাইতিকে সঙ্গে নিয়ে নন্দীগ্রাম থানায় গিয়ে অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান দেবাংশু।

সূত্রের খবর, রবিবার সকাল সাড়ে ১০টায় বিজেপি নেতা প্রলয় পালের নেতৃত্বে বিজেপি কর্মীরা বিরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল কার্যালয়ের সামনে হাজির হন। পার্টি অফিস থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা সরিয়ে বিজেপির পতাকা টাঙিয়ে দেওয়া হয়। পার্টি অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন বিজেপির কর্মীরা। হইচই পড়ে যায়। এরপর দেবাংশু ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নেন।

বিরুলিয়ায় দেবাংশু বলেন, বিজেপির ৩০-৩৫জন লোক এসে তৃণমূলের অফিসের সামনে কুশপুতুল দাহ করে। তারপর অফিসে নিজেদের ঝান্ডা লাগিয়ে তালা ঝুলিয়ে দেয়। এখন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে পুলিশ। এতবড় ঘটনার পর পুলিশ কী করছে? এটা কীসের গণতন্ত্র? একটা রাজনৈতিক দলের পার্টিঅফিসে তালা ঝুলিয়ে দিল। তৃণমূল কংগ্রেস এই কাজটা শুরু করলে কোথাও ওদের পার্টিঅফিস থাকবে? কিন্তু, সেই নীতিতে বিশ্বাস করে না তৃণমূল। তারা শান্তিপূর্ণ নির্বাচন ও সহাবস্থানের পক্ষে। বিজেপির উস্কানিতে তা বজায় থাকছে না। পার্টিঅফিস বা কর্মীরা ফের আক্রান্ত হলে গান্ধীবাদী নীতিতে কতক্ষণ থাকবে, তা জানি না।

দেবাংশু বিরুলিয়ায় গিয়ে ঘাসফুলের পতাকা কাঁধে তুলে নেন। পার্টি অফিসে বিজেপির লাগানো পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগিয়ে দেন। দলীয় কর্মীর কাছ থেকে হাতুড়ি নিয়ে বিজেপির লাগিয়ে দেওয়া তালা ভাঙেন তিনজ। নন্দীগ্রামে তরুণ প্রার্থী এহেন রণংদেহী রূপ দেখে তৃণমূল কর্মীরা উজ্জীবিত। ২০২৩ সালে পঞ্চায়েত ভোটে বিরুলিয়া হাতছাড়া হওয়ার পর থেকেই তৃণমূল সেখানে কোণঠাসা। রবিবারের ঘটনা এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দীপনা অনেকটাই বাড়িয়ে দিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Party Office, #Debangshu Bhattacharya, #Tamluk

আরো দেখুন