রাজ্য বিভাগে ফিরে যান

প্রচার থেকে বিয়ের আসরে! ইয়াসমিনের নিকাহের অনুষ্ঠানে হাজির দিদি নম্বর ওয়ান রচনা

April 21, 2024 | < 1 min read

নিকাহের অনুষ্ঠানে ঢুকে পড়লেন হুগলির তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দাবদাহ জ্বালিয়ে, পুড়িয়ে দিচ্ছে গোটা বাংলাকে। তবে থেমে নেই ভোট প্রচার! রাজনীতির উত্তাপ বাড়ছে পাল্লা দিয়েই। কেউ পুজো দিয়ে, কেউ ঝাঁঝালো বক্তৃতা দিয়ে প্রচার সারছেন। এবার নিকাহের অনুষ্ঠানে ঢুকে পড়লেন হুগলির তৃণমূল (TMC) প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)।

শনিবার বলাগড়ে তাঁর প্রচার ছিল। তারপর এক্তারপুরে এক নিকাহর অনুষ্ঠান দেখে ঢুকে পড়েন তিনি। বিয়ের কনে ইয়াসমিনকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান জোড়াফুল প্রার্থী। ইয়াসমিন রচনা বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণও করেন। রচনা জানান, সময় পেলে তিনি নিশ্চয়ই আসবেন। গাজিপাড়ায় এক আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ করেন তিনি। তৃণমূল প্রার্থী বলেন, তিনি হুগলির মানুষের জন্য যথাসম্ভব কাজ করার চেষ্টা করব।

অন্যদিকে, হুগলি লোকসভা কেন্দ্রের সিপিএম এবং বিজেপি (BJP) প্রার্থী, মনোদ্বীপ ঘোষ এবং লকেট চট্টোপাধ্যায়রা প্রচার করেছেন শনিবার। মনদীপ চুঁচুড়া এবং দাদপুর এলাকায় প্রচার করেন। লকেট পান্ডুয়ায় মতুয়াদের সঙ্গে আলাপচারিতা করেন। ব্যান্ডেলের শিখ ধর্মাবলম্বীদের সঙ্গে জনসংযোগ করেন। ধনেখালিতে শীতলা পুজোয় অংশগ্রহণ করেন।

হুগলি (Hoogly) জেলার আরেক লোকসভা আসনে চলছে প্রাক্তন শ্বশুর-জামাইয়ের লড়াই। শেওড়াফুলির নিস্তারিণী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসুর। তারপর শেওড়াফুলি বাজারে তিনি জনসংযোগ করেন। শ্রীরামপুরের নগার মোড়ে বর্ণাঢ্য প্রচার করেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মিছিলে কাসর, ঘণ্টা, রণপা নিয়ে প্রচুর মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। হুডখোলা গাড়িতে জনসংযোগ করেন। সিপিএমের প্রার্থী দীপ্সিতা ধরও দাপিয়ে প্রচার চালাচ্ছেন। শ্রীরামপুরের চাতরাতে টোটোয় চেপে প্রচার করেন তিনি। বৈদ্যবাটি পুরসভার কিছু অংশেও প্রচার করে বামেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #tmc, #Hoogly, #rachana banerjee

আরো দেখুন