কলকাতা বিভাগে ফিরে যান

দাবদাহের কারণ নগরায়ন? কংক্রিটের জঙ্গলকে দুষছেন পরিবেশবিদরা

April 24, 2024 | < 1 min read

তাপমাত্রা বৃদ্ধি পেয়ে চরমে গিয়ে ঠেকেছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তাপমাত্রা বৃদ্ধি পেয়ে চরমে গিয়ে ঠেকেছে, অসহ্যকর, গায়ে জ্বালা ধরানো গরমের কারণ কী? পরিবেশবিদদের মতে, এমন গরমের কারণ কংক্রিটের জঙ্গল, নগরায়ন। শহরে বাড়তে থাকা ফ্ল্যাট, বহুতলগুলির কংক্রিট বাতাস থেকে ক্রমাগত তীব্র গরম শুষে নিচ্ছে। তারপর তাপ ক্রমাগত বের করে যাচ্ছে তাপ। যা ‘রেডিয়েটেড হিট’ (Radiated heat) নামে পরিচিত। এই কারণেই, গ্রামগঞ্জের তুলনায় শহরাঞ্চলের তাপমাত্রা (Temperature) অনেক বেশি। বড় শহরগুলি গরমে ফুটতে থাকে। কলকাতার মতো বড় শহরে সন্ধ্যাবেলার তাপমাত্রার সঙ্গে আশপাশের শহরতলির তাপমাত্রা তুলনা করলে এ ঘটনা টের পাওয়া যাচ্ছে।

রাস্তায় মানুষ এখন কম ঘামছে। শুষ্ক গরমের জ্বালা হাড়ে হাড়ে টের পাচ্ছে আম জনতা। বিশেষজ্ঞদের মতে, এখন কেবল বাইরে নয়, ঘরে ঢুকলেও অসহ্য গরম লাগছে। আসলে বাড়িগুলি এমনভাবে তৈরি করা হচ্ছে যে, স্বাভাবিক হাওয়া-বাতাস খেলায় পথ থাকছে না। এসি বসানো আবশ্যক হয়ে পড়ছে। লাগামছাড়া নগরায়ন কলকাতার মতো বড় শহরগুলিকে হিট আইল্যান্ডে পরিণত করেছে। আলিপুর হাওয়া অফিসের কর্তাদের মতে, নগরায়নের (urbanization) জন্য গরম বাড়ছে। হিট আইল্যান্ড তৈরি হচ্ছে। ইতিমধ্যেই এটি প্রমাণিত। তবে হিট ওয়েভের সময় শুকনো গরমের দাপট বেশি থাকে। অন্যসময় বেশি থাকে আর্দ্রতা। এর কোনও বিশেষ পরিবর্তন হয়নি। চিকিৎসকরা বলছেন, অসহ্য শুষ্ক গরমে সুস্থ থাকার উপায় হল পর্যাপ্ত জলপান ও দুপুরে বাড়ির বাইরে বেরনো এড়িয়ে চলা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Urbanization, #Radiated heat, #blame flats, #Buildings, #Kolkata

আরো দেখুন