রাজ্য বিভাগে ফিরে যান

বোর্নভিটা’র পর এবার হেলথ ড্রিঙ্কস ট্যাগ উঠল বুস্ট ও হরলিক্সের?

April 26, 2024 | < 1 min read

বোর্নভিটা’র পর এবার হেলথ ড্রিঙ্কস ট্যাগ উঠল বুস্ট ও হরলিক্সের?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক’দিন আগেই বোর্নভিটা’র হেলথ ড্রিঙ্কস ট্যাগ কেড়ে নেওয়া হয়েছে। এবার ধাক্কা খেল হরলিক্স ও বুস্ট! কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের নির্দেশ মেনে স্বাস্থ্যকর পানীয়র তালিকা থেকে হরলিক্সকে সরিয়ে নিল হিন্দুস্থান ইউনি লিভার। হরলিক্সের নতুন প্যাকেট থেকে ‘হেলদি’ বা ‘স্বাস্থ্যকর’ শব্দ সরিয়ে ফেলা হয়েছে। বদলে জুড়েছে ফাংশনাল নিউট্রিশনাল ড্রিঙ্কস ট্যাগ।

‘বোর্নভিটা’য় অতিরিক্ত শর্করা থাকার অভিযোগ ওঠে। অতিরিক্ত চিনি শিশু ও ছোটদের যথেষ্ট ক্ষতিকারক। অভিযোগ পরেই এফএসএসআইএ এই বিষয়ে তদন্ত করার নির্দেশ দেয়। এরপরই বোর্নভিটাকে স্বাস্থ্যকর পানীয়র তালিকা থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়। অ্যামাজন, ফ্লিপকার্ট-সহ ই-কমার্স সংস্থাগুলিকেও স্বাস্থ্যকর পানীয়ের তালিকা থেকে বোর্নভিটা (Bournvita), হরলিক্স (Horlicks) হঠানোর নির্দেশ দেওয়া হয়। ডেয়ারি, সেরেয়াল এবং মল্ট ভিত্তিক কোনও পণ্যকে ‘স্বাস্থ্যকর’ বা ‘উদ্যম’ শ্রেণির পানীয়ের তালিকায় রাখা যাবে না বলেও জানানো হয়েছে। নির্দেশ মেনেই ‘হরলিক্স’ ও ‘বুস্ট’কে স্বাস্থ্যকর পানীয়ের তালিকা থেকে হিন্দুস্থান ইউনিলিভার সরিয়ে ফেলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bournvita, #Horlicks, #health drinks, #the Union Ministry of Commerce and Industry

আরো দেখুন