কলকাতা বিভাগে ফিরে যান

হাঁসফাঁস গরমে মাঝে রাতে দফায় দফায় লোডশেডিং! নাকাল কলকাতাবাসী

April 26, 2024 | < 1 min read

হাঁসফাঁস গরমে মাঝে রাতে দফায় দফায় লোডশেডিং! নাকাল কলকাতাবাসী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাঁসফাঁস গরমে এমনিতেই ওষ্ঠাগত প্রাণ, তার মধ্যে মাঝরাতে আচমকা লোডশেডিংয়ে নাজেহাল শহরের বিস্তীর্ণ অংশে। সন্ধ্যা নামতেই বিভিন্ন এলাকায় দফায় দফায় লোডশেডিং (Loadshedding) চলে। রাত বাড়তেই লোডশেডিংয়ের দফা বাড়ে। উত্তর থেকে দক্ষিণ, গোটা কলকাতাজুড়েই বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিপর্যয় ঘটছে।

বৃহস্পতিবার রাতে সল্টলেক এলাকাও অন্ধকারে ডুবে গিয়েছিল। তবে বিদ্যুৎ দপ্তরের তৎপরতায় খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। একে হাঁসফাঁস গরম, এমন অবস্থায় আচমকা পাওয়ার কাট হওয়ায় শহরবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়।

প্রসঙ্গত, হাওয়া অফিস জানাচ্ছে; গরম কমার কোনও লক্ষণই নেই। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। তার মধ্যে পাওয়ার কাট শহরবাসীর চিন্তা বাড়াচ্ছে, সন্ধ্যা হলেই প্রমাদ গুনছেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #power cuts, #Loadshedding

আরো দেখুন