রাজ্য বিভাগে ফিরে যান

মহামান্য আদালতের কাছে আমরা বিচারের আশা করি, কিন্তু তা হচ্ছে না, পিংলার জনসভা থেকে বললেন মমতা

April 26, 2024 | < 1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৃণমূলের জনসভা থেকে বিচারব্যবস্থাকে আক্রমণ করার পাশাপাশি বিজেপি-সহ বিরোধী দলগুলিকে চাকরিখেকো বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আদালতের সিদ্ধান্ত নিয়ে মমতা বললেন, ‘‘মহামান্য আদালতের কাছে আমরা বিচারের আশা করি, কিন্তু তা হচ্ছে না। দেখা যাচ্ছে বিজেপি ‘পিল’ (জনস্বার্থ মামলা) করলেই বেল। আর তৃণমূল করলে জেল। বিজেপি করলে পিল। আর তৃণমূল করলে খিল। কিন্তু চাকরির অধিকার আমি কাড়তে দেব না। যারা ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেল, তাদের ছেড়ে দেব না।’’

এদিন ২৬ হাজার চাকরিহারার হয়ে সওয়ালও করলেন মমতা (Mamata Banerjee)। তাঁর প্রশ্ন, ‘‘এই ২৬ হাজার চাকরি চলে গেলে স্কুলগুলিতে পড়াবে কে? তা ছাড়া এঁরা তো শ্রম দিয়েছেন, এঁদের টাকা ফেরত চাওয়া হচ্ছে কিসের জন্য? ’’ মমতা জানতে চেয়েছেন, ‘‘যিনি এই রায় দিয়েছেন, তাঁর যদি সব কেড়ে নেওয়া হত এবং বলা হত সব টাকা ফেরত দিন, তা হলে পারতেন?’’ কিছুটা চ্যালেঞ্জের সুরেই তিনি বলেছেন, ‘‘যখন ইচ্ছে হল চাকরি খেয়ে নিলেন! এটা কি মগের মুলুক নাকি?’’

১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ায় বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘১০০ দিনের কাজ। টাকা দিয়েছিল? কাদের টাকা দেওয়ার কথা? এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা। ১০০ দিনের কাজের টাকা দিয়েছিল ৩ বছর? ১০০ দিনের কাজের টাকা আমরা দিয়েছি। কেন্দ্রের কাছে আমরা ক্ষমা চাইব না, মাথা নত করব না। কোনও দুর্নীতি নেই। মিথ্যে কথা। এটা বিজেপির প্ল্যান’।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #campaign, #west midnapore, #Loksabha Election 2024

আরো দেখুন