রাজ্য বিভাগে ফিরে যান

দিদি নম্বর ওয়ান রচনার সম্পত্তির পরিমাণ কত? কী বলছে প্রার্থীর নির্বাচনী হলফনামা?

April 30, 2024 | 2 min read

ছবি সৌজন্যেঃ রচনা ব্যানার্জি ফেসবুক পেজ

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সোমবার মনোনয়ন জমা দেন। নিজের সম্পদ, আয়ের হিসেব দিয়েছেন তিনি। গ্ল্যামার দুনিয়ার তারকা রচনা, অধুনা ব্যবসায়ীও। হলফনামার তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবর্ষে রচনা বন্দ্যোপাধ্যায় ৩ কোটি ১১ লক্ষ ২২ হাজার ৮০ টাকা আয় করেছেন। ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল ২ কোটি ৪১ লক্ষ ৩১ হাজার ৩৮০, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১ কোটি ৪৪ লক্ষ ২০ হাজার ২১০। ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ২ কোটি ৩১ লক্ষ ৪ হাজার ৬৫০ ও ২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর আয় ২ কোটি ৩৩ লক্ষ ৭৪ হাজার ১৪০ টাকা। সোনা এবং রুপো মিলিয়ে রচনার কাছে রয়েছে ৯৫৫ গ্রাম ওজনের অলংকার, যার মূল্য প্রায় ৪৭ লক্ষ ৯২ হাজার ৪৪ টাকা। অন্যদিকে, তাঁর স্বামীর কাছে সোনা এবং রুপো মিলিয়ে প্রায় ৪ লক্ষ ৪১ হাজার ৫৫০ টাকার জিনিস রয়েছে। রচনার হাতে নগদ রয়েছে দেড় লক্ষ টাকা এবং তাঁর স্বামীর কাছে ৫০ হাজার টাকা নগদ রয়েছে।

হলফনামা অনুসারে, তৃণমূলের তারকা প্রার্থীর অস্থাবর সম্পদের পরিমাণ ১৮ কোটি ১৬ লক্ষ ৭১ হাজার ৭৭৩.৭১ টাকা এবং তাঁর স্বামীর অস্থাবর সম্পদের পরিমাণ ৬৭ লক্ষ ২২ হাজার ৫২২.৫৬। রচনা বন্দ্যোপাধ্যায়ের স্থাবর সম্পদ রয়েছে ১৪ কোটি ৭০ লক্ষ ৫৪ হাজার ৩৫১ টাকার এবং তাঁর স্বামীর স্থাবর সম্পদ রয়েছে ১ কোটি ৯ লক্ষ ১৫ হাজার ৬৫০ টাকার। রচনার দুটি গাড়ি রয়েছে, যেগুলোর আর্থিক মূল্য ৮ লক্ষ ৬৩ হাজার এবং ১১ লক্ষ ১৯ হাজার। ১৯৯২ সালে ন্যাশনাল গার্লস হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন রচনা বন্দ্যোপাধ্যায়।

তাঁর স্বামী প্রবাল বসু, ২০২২-২৩ অর্থবর্ষে আয় করেছেন ২ লক্ষ ৩৯ হাজার ২৪০ টাকা, ২০২১-২২ অর্থবর্ষে আয় করেছেন ৬৩ হাজার ৮১০ টাকা, ২০২০-২১ অর্থবর্ষে আয় করেছেন ৪ লক্ষ ২০ হাজার ৫১০ টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে আয় করেছেন ৪ লক্ষ ৯২ হাজার ৪০০ টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #politics, #hooghly, #Trinamool Congress, #rachana banerjee, #Loksabha Election 2024

আরো দেখুন