দেশ বিভাগে ফিরে যান

বৃজভূষণের পর বঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! ‘প্রজ্বল রোগ’ কটাক্ষ প্রবীণ কংগ্রেসী আইনজীবির

May 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে পুলিশে অভিযোগ দায়ের করেছেন খোদ রাজভবনেরই এক মহিলা অস্থায়ী কর্মী। যা ঘিরে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। এরই মধ্যে প্রবীণ আইনজীবি তথা রাজনীতিক কপিল সিব্বল এই ঘটনাকে ‘প্রজ্বল রোগ’ বলে কটাক্ষ করেছেন এক্স হ্যান্ডেলে।

উল্লেখ্য, ক’দিন আগেই বিজেপির জোটসঙ্গী জেডিএস প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠছে। জেডিএসের এই সাংসদ এবার কর্ণাটকে হাসান আসন থেকে লড়ছেন। প্রজ্বলের কিছু অশ্লীল ভিডিওর ক্লিপ প্রকাশ্যে আসে। ভিডিওগুলিতে রেভান্নাকে, একাধিক মহিলাকে নির্যাতন করতে দেখা গিয়েছে। চাঞ্চল্য ছড়াতেই তদন্তের নির্দেশ দেয় কর্ণাটক সরকার। গত শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে যান রেভান্না। সূত্রের খবর, দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। কর্ণাটক সরকার রেভন্তের বিরুদ্ধে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, দেশের হয়ে পদক জয়ী মহিলা কুস্তিগীরেরা বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের কর্তা বৃজভূষণের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন। রাস্তায় নেমে আন্দোলন করেন তাঁরা, তারপরেও বিজেপি সরকার কোনও পদক্ষেপ করেনি বৃজভূষণের বিরুদ্ধে। এবার অভিযুক্তের ছেলেকে টিকিট দিয়েছে বিজেপি।

এখানেই কপিল সিব্বলের দাবি, “পুরুষেরা ক্ষমতায় থাকলে কী হয়! ‘প্রজ্বল রোগ’-এ সংক্রমিত বৃজভূষণের পর বঙ্গের রাজ্যপাল।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Cv Ananda bose, #Molestation case, #West Bengal, #Raj Bhavan, #Molestation, #Kapil sibal

আরো দেখুন