দেশ বিভাগে ফিরে যান

প্রয়োজনীয় আচার পালিত না-হলে হিন্দু বিবাহকে বৈধ নয়! পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

May 3, 2024 | < 1 min read

ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাত পাকের মতো বেশ কিছু আচার, অনুষ্ঠান, রীতি পালন না করলে হিন্দু বিবাহ বৈধ নয়, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত এক মামলার রায়ে এমনই জানাল শীর্ষ আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, হিন্দু বিবাহ নাচ-গান, খাওয়া-দাওয়া, আর্থিক লেনদেনের জায়গা নয়। ভারতীয় সমাজে বিবাহ অত্যন্ত পবিত্র বন্ধন। এই বন্ধনকে যোগ্য সম্মান দেওয়া উচিত। গত ১৯ এপ্রিল, এক নির্দেশিকায় একই কথা জানিয়েছিল বিচারপতিদের বেঞ্চ। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ‘হিন্দু বিবাহ অত্যন্ত পবিত্র। ঋগ্বেদে অবধি স্বামী-স্ত্রীর সাত পাকে বাঁধা পড়ার উল্লেখ রয়েছে।’

বিহারের মুজফফরনগর থেকে ঝাড়খণ্ডের রাঁচিতে বিবাহ বিচ্ছেদের আর্জি সংক্রান্ত পিটিশন স্থানান্তরের আবেদন জানিয়েছিলেন এক মহিলা। রায় বকেয়া থাকা সত্ত্বেও প্রাক্তন স্বামীর সঙ্গে রফার কথা জানান তিনি। দু’জনই পেশায় পাইলট। ভারতীয় সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদের অধীনে আবেদনপত্র জমা দেওয়া হয়। বলা হয়, হিন্দু বিবাহ আইন অনুযায়ী অনুষ্ঠান না করেই বিয়ে করেছিলেন তাঁরা বিয়ে।

বুধবার শুনানিতে বিচারপতিদের বেঞ্চ জানায়, বিয়ে শুধুমাত্র নাচ-গান বা খাওয়া-দাওয়ার অনুষ্ঠান নয়। পণ বা উপহার আদান প্রদানও বিবাহের লক্ষ্য নয়। বিবাহ হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের বন্ধন সৃষ্টির অনুষ্ঠান। হিন্দু বিবাহ আইনের কথা উল্লেখ করে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘প্রয়োজনীয় আচার পালন না হলে সেই বিবাহকে বৈধ বলা চলে না।’

TwitterFacebookWhatsAppEmailShare

#rituals, #marriage, #Supreme Court of India, #Hindu Marriage

আরো দেখুন