সন্দেশখালি স্টিং ভিডিও আর রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ; জোড়া ধাক্কায় বেসামল BJP
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি সন্দেশখালিকেই হাতিয়ার করেছিল ভোটের আবহে, মোদী, শাহ বারবার আক্রমণ শানাচ্ছিলেন। কিন্তু স্টিং ভিডিও ফাঁস হতেই বুমেরাং হয়ে গিয়েছে সে অস্ত্র। এখন নিশানায় বিজেপি। রাজনৈতিক মহলের মতে, সন্দেশখালির স্টিং ভিডিওর (Sandeshkhali sting video) অভিঘাত বিজেপির ভোট ব্যাঙ্কে থাবা বসাবে। গোদের উপর বিষ ফোঁড়া হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ। জোড়া ধাক্কা সামলাতে পারবে পদ্ম শিবির? উঠছে প্রশ্ন।
চলতি লোকসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্দেশখালি অস্ত্র করেছিল বিজেপি (BJP)। খোদ মোদীও বারবার সন্দেশখালির কথা বলছিলেন। রেখা পাত্রকে নির্বাচনে টিকিটও দিয়েছে বিজেপি। একটা ভিডিও বিজেপির যাবতীয় পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে দিল! স্টিং অপারেশনে প্রকাশ্যে আসা ভিডিও দেখে আম জনতাও বিজেপির উপর ক্ষুব্ধ। এই ভিডিওকে প্রতিহত করাই এখন বঙ্গ বিজেপির বড় চ্যালেঞ্জ।
রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়েও চিন্তিত বিজেপি। তৃণমূল বরাবর দাবি করে এসেছে, রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose), বিজেপি ঘনিষ্ঠ। তাঁর বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকেও ভোটের মরশুমে হাতিয়ার করছে শাসকদল। খোদ মুখ্যমন্ত্রী এই ইস্যুতে মুখ খুলেছেন। তৃণমূল (TMC) যেভাবে বিষয়টাকে ব্যবহার করছে, তাতে বিজেপির বিপদ বাড়ছে। জোড়া ধাক্কা বিজেপি আদৌ সামাল দিতে পারবে কি-না, তা স্পষ্ট হবে ভোটের ফলাফলে।