রাজ্য বিভাগে ফিরে যান

ভিন রাজ্যে প্রচারে নেই বঙ্গের গেরুয়া নেতারা! তারকা তালিকায় ব্রাত্য রাজ্য BJP

May 8, 2024 | < 1 min read

ভিন রাজ্যে প্রচারে নেই বঙ্গের গেরুয়া নেতারা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনের প্রচারে বাংলার কোনও গেরুয়া নেতাকেই তারকা প্রচারক হিসেবে অন্য রাজ্যে নিয়ে যাচ্ছে না বিজেপি, নিদান দেওয়া হচ্ছে বাংলায় ফোকাস করুন। কার্যত ব্রাত্য এ রাজ্যের পদ্ম পার্টির নেতারা। কিন্তু বিগত সময়ে ভিন রাজ্যে তারকা প্রচারক হিসেবে দেখা গিয়েছিল দিলীপ ঘোষ (Dilip Ghosh), লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) মতো বঙ্গ বিজেপির নেতাদের।

বিভিন্ন রাজ্যে ‘তারকা প্রচারক’-র তালিকা প্রকাশ করেছে বিজেপি। তালিকায় দেখা যাচ্ছে, এবারের লোকসভা নির্বাচনে অন্য কোনও রাজ্যেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে তারকা প্রচারকের তালিকায় রাখা হয়নি। যদিও বাংলার বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে ভিন রাজ্যের শীর্ষ নেতারা আসছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, দিল্লির নেতারা জানেন বাংলায় বিজেপির (BJP) সাংগঠনিক পরিস্থিতি দুর্বল। সে’কারণেই বঙ্গ বিজেপি নেতৃত্বকে প্রচারে নিয়ে যাওয়াকে হয়ত গুরুত্বহীন মনে করছে পার্টির একাংশ। বিজেপির ইস্তাহার কমিটিতেও বাংলার কেউ ঠাঁই পায়নি, এতে কার্যত স্পষ্ট হয় বঙ্গের নেতাদের খুব একটা আমল দেয় না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #bjp, #dilip ghosh, #Locket Chatterjee, #Star campaigner

আরো দেখুন