দেশ বিভাগে ফিরে যান

জিতলেই ভারতকে বিক্রি করে দেবেন মোদী? শঙ্কিত নাসিকের সবজি বিক্রেতারা

May 8, 2024 | < 1 min read

মান্ডিতে পেঁয়াজ নিতে আসা সবজি বিক্রেতা ভগবন্ত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্ষমতায় ফিরে এলে এবারই ভারতকে বিক্রি করে দেবেন মোদী, এমনই বলছেন পিম্পি গ্রাম থেকে মান্ডিতে পেঁয়াজ নিতে আসা সবজি বিক্রেতা ভগবন্ত। তাঁর দাবি, ভোটের আগে বাজার দর চড়িয়ে দেওয়া হল। অনেকেই মনে করবে, কৃষকদের বোধহয় অনেক মুনাফা হবে। তাঁদের মতো ব্যাপারীদের লাভ হবে। কিচ্ছু হবে না। লাভ হবে মোদীর বন্ধু ব্যবসায়ীদের। তিনিই বলছেন, পরপর সব লরি দাঁড়িয়ে আছে পেঁয়াজ মান্ডিতে। চাষিরা খুশি নন। তার দাম পাচ্ছে না! নাসিকের লাল পেঁয়াজের রপ্তানিতে নিষেধাজ্ঞা হয়েছে। অথচ গুজরাতের সাদা পেঁয়াজে নিষেধাজ্ঞা নেই! তাঁর অভিযোগ, গুজরাতের সাদা পেঁয়াজের রপ্তানিকারী ব্যবসায়িক সংস্থাগুলো সব বিজেপির কাছের মানুষ? গত সেপ্টেম্বর থেকে নাসিকের পেঁয়াজ চাষিদের অন্ধকারে রেখে গুজরাত একতরফা সাদা পেঁয়াজ রপ্তানি করে বিপুল লাভ করে নিয়েছে। এই হল আচ্ছে দিন, সব কা সাথ সবকা বিশ্বাস!

তিনদিন হল মোদী সরকার পেঁয়াজের উপর রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। কারণ লোকসভা ভোট। শেষ বেলায় কৃষকদের মন পাওয়ার মরিয়া চেষ্টা করছে মোদী সরকার। সেপ্টেম্বর মাসে ৪০ শতাংশ ট্যাক্স চাপানো হয়েছিল অর্থাৎ রপ্তানি করলে ৪০ শতাংশ বাড়তি ট্যাক্স দিতে হবে। ডিসেম্বরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। নাসিক (Nashik) জেলাজুড়ে প্রবল বিক্ষোভ চালাচ্ছে কৃষকরা। তাঁদের কাছে হিমঘরে রাখার জন্য টাকা কোথায়! কৃষকরা বাধ্য হয়েছে সস্তায় হাজার হাজার কুইন্টাল সবজি ছেড়ে দিতে। দাম না পাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কৃষকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Maharashtra, #Loksabha Election 2024, #Nashik, #Vegetable seller, #Modi

আরো দেখুন