স্টেশনে দিদিমণির পাঠশালায় পড়ে HS-এ প্রথম শ্রেণি রিঙ্কি-হাসির
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কান্তা দিদিমণির আঁচল ধরে ঘুরে বেড়ানো রিঙ্কি-হাসিরা পেরোলেন এ বছর উচ্চ মাধ্যমিকের গণ্ডি। হাসি খাতুন ও রিঙ্কি ঘোষ দুজনেই উচ্চ মাধ্যমিকে প্রথম ডিভিশনে (এ গ্রেড) উত্তীর্ণ হয়েছেন। হাসিপেয়েছেন ইতিহাস ও দর্শন বিষয়ে লেটার। ১৭ বছর আগে দমদম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পরিবারে কেউ নেই এমন কুড়ি জন পথশিশুদের নিয়ে শুরু হয়েছিল কান্তা দিদিমণির পাঠশালা। পড়ুয়াদের সকলেই ছাত্রী। ওদের এই বড় হওয়ায় নেপথ্যে আছেন স্টেশনের হকারকাকু, পুলিশকাকু আর মেট্রোর কাকুরাও। রিঙ্কি-হাসির খবরে খুশি ওঁরাও।
হাসি ও রিঙ্কি তাঁদের সাফল্যের পিছনে কান্তা দিদিমণিকেই কৃতিত্ব দিয়েছেন। হাসির জানান দিদিমণির হাত ধরেই তিনি এতদূর আসতে পেরেছেন। অন্যদিকে আবেগবিহ্বল দিদিমণি তাঁর সংকল্পের কথা জানিয়ে বলেন, ওদেরকে আরও অনেকদূর এগিয়ে নিয়ে যাবেন। তিনি আরও জানান যে, ‘এদেকে সমাজে প্রতিষ্ঠিত করাই তাঁর মূল লক্ষ্য। প্রসঙ্গত, এবারের মাধ্যমিকেও এই পাঠশালা থেকে উত্তীর্ণ হয়েছে চারজন। এর আগে প্রীতি কুমারীর মতো মেয়েরা দিদিমণির পাঠশালা থেকে পেরিয়েছিলেন কলেজের গণ্ডি। ২০২১এ বাণিজ্য শাখায় প্রথম শ্রেণির স্নাতক হয়েছিলেন প্রীতি। শুধু প্রীতি-হাসি-রিঙ্কি নয়, এর আগে বহু পড়ূয়া কান্তাদির হাত ধরে জীবনের দিশা পেয়েছেন।