যোগীরাজ্যের প্রকাশ্যে সাংবাদিক খুন, বেহাল ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ফের প্রকাশ্যে এল ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলার বেহাল দশা। সোমবার দুষ্কৃতীরা প্রকাশ্যে গুলি চালিয়ে এক সাংবাদিককে খুন করল। সকালে সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যের জৌনপুর জেলার শাহগঞ্জে। সাংবাদিকের নাম আশুতোষ শ্রীবাস্তব, তিনি এক সংবাদমাধ্যমের স্থানীয় সংবাদদাতা হিসেবে কাজ করতেন। সোমবার সকালে আশুতোষ ইমরানগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় জৌনপুর-শাহগঞ্জের সংযোগকারী রাস্তায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে।
জানা গিয়েছে, এলাকার কসাইখানা নিয়ে ধারাবাহিকভাবে খবর করছিলেন আশুতোষ। তাঁকে একাধিকবার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন তিনি। মৃত সাংবাদিকের পরিবারও একই দাবি করেছে। তারা জানিয়েছে, একমাস আগে শাহগঞ্জ থানায় নিরাপত্তা চেয়ে চিঠি লিখেছিলেন আশুতোষ। সেই আর্জির প্রেক্ষিতে কোনও পাত্তা দেয়নি পুলিশ। তাদের বক্তব্য, পুলিশি গাফিলতির জন্য আশুতোষের মৃত্যু হল। সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। সাংবাদিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়। রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পুলিশ দোষীদের কড়া শাস্তির প্রতিশ্রুতি দিতে অবরোধ ওঠে। পরিবারের তরফে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
পুলিশ সুপার অজয় পাল জানান, অভিযুক্তদের ধরতে বিশেষ টিম তৈরি করা হয়েছে। অন্যদিকে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা।