দেশ বিভাগে ফিরে যান

চার দফাতেই খরচে সেঞ্চুরি! বিজ্ঞাপনে কত ব্যয় BJP-র?

May 16, 2024 | < 1 min read

বিজ্ঞাপনে কত ব্যয় BJP-র?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চার দফা ভোট মিটে গিয়েছে। কোনও রাজনৈতিক দলই প্রচারে বিন্দুমাত্র খামতি রাখতে চাইছে না।

মিছিল-সভা-সমাবেশ-পথসভা চলছে দেদার। ফ্ল্যাগ-ব্যানার-ফ্লেক্স-হোর্ডিংয়ের মাধ্যমে তো প্রচার আছেই, পাশাপাশি চলছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনী প্রচারে জলের মতো অর্থ ব্যয় করছে রাজনৈতিক দলগুলো। খরচের নিরিখে শীর্ষে রয়েছে বিজেপি (BJP)। গেরুয়া পার্টির খরচ ১০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে, তারপরেই রয়েছে কংগ্রেস।

এক নজরে দেখে নিন বিজ্ঞাপনের খরচের নিরিখে প্রথম পাঁচে কারা?

  • বিজেপি– ১৩৫ কোটি টাকা
  • কংগ্রেস– ৬২.১ কোটি টাকা
  • ডিএমকে– ২৯.৫ কোটি টাকা
  • ওয়াইএসআর কংগ্রেস– ১৫ কোটি টাকা
  • ভারত রাষ্ট্র সমিতি– ১২.১ কোটি টাকা
TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Lok Sabha Election, #Advertisement, #Loksabha Election 2024, #Political advertising

আরো দেখুন