রাজ্য বিভাগে ফিরে যান

EVM-এ কারচুপি-সহ একাধিক অভিযোগে কমিশনে দেশ বাঁচাও গণমঞ্চ

May 17, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার বিকেলে দেশ বাঁচাও গণমঞ্চ; ইভিএমে কারচুপি, ভিভিপ্যাটের ব্যবহার না করা, বিজেপির সাম্প্রদায়িক বিজ্ঞাপন-সহ একাধিক কমিশনে জানাল। পূর্ণেন্দু বসু, রন্তিদেব সেনগুপ্ত, প্রসূন ভৌমিক, সুদেষ্ণা রায় প্রমুখেরা কমিশনে ডেপুটেশন দেন। তারপর সাংবাদিক সম্মেলন করেন। তাঁদের অভিযোগ, বহু জায়গা থেকে অভিযোগ আসছে যেকোনও বোতাম টিপলেই ভোট গিয়ে পড়ছে বিজেপিতে, এছাড়া ভিভিপ্যাট মিলিয়ে দেখার ব্যাপারেও সাধারণ মানুষ সচেতন নন। গণমঞ্চের দাবি কমিশনকে বিজ্ঞাপন দিয়ে ভিভিপ্যাটের বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। পাশাপাশি গণমঞ্চের অভিযোগ, বিজেপি সম্প্রতি এক বিজ্ঞাপন প্রকাশ করেছে, যা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে। তার বিরুদ্ধেও কমিশনকে পদক্ষেপ করার আর্জি জানান দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Elections, #loksabha polls, #Desh Bachao Gana Mancha, #politics, #Election Commission of India, #Loksabha Election 2024

আরো দেখুন